• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এক সময় বিএনপির প্রচার তুলে ধরার মত কোন গণমাধ্যম ছিল না : মাহফুজ কবির

   ৯ আগস্ট ২০২৫, ০৯:৪৬ পি.এম.
জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি। ছবি: ভিওডি বাংলা

জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা বলেন, আমাদের বিরুদ্ধে যে অপ্রচার হতো তার জবাব দেওয়ার জন্য বিএনপির কোন গণমাধ্যম ছিল না। একটা প্রোগ্রামে যেখানে এক সাথে ১০ জন মানুষ যেতে পারত না সেখানে সেল কেমন করে হবে।

শনিবার ( ০৯ আগস্ট) পাবনায় ধানের শীষের নির্বাচনী প্রচার সভায় তিনি এ কথা বলেন।

মাহফুজ কবির বলেন, পাবনায় বিএনপির কর্মসূচীগুলো প্রচার করার মতো কোন গণমাধ্যম ছিলনা। সেই সময় সবুজের মাধ্যমে প্রচারদল গঠন করে পাবনা বিএনপির সংবাদসমূহ প্রচার করতে আমরা সক্ষম হই।

তিনি বলেন, বাংলাদেশে যে কয়েকটি জেলায় বিএনপির কর্মসূচী সমূহ ভালোভাবে প্রচার হতো তার মধ্যে পাবনা জেলা অন্যতম এবং আমি মনে করি সেটিরও গুরুত্বপূর্ণ অবদান হাবিব ভাইয়ের।

মাহফুজ কবির স্মৃতিচারণ করে বলেন, আমি মনে করি হাবিব ভাই আমার জীবনের জন্য আশীর্বাদ। কারণ আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রেফতার হই, তখন অনেকেই ভয়ে আমার মুক্তি জন্য কথা বলে নাই। কিন্তু আমি জেলখানায় গিয়ে জানতে পারি বিভিন্ন চ্যানেলে হাবিব ভাই নিয়মিত আমার মুক্তির দাবী করেছেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা জেলা মহিলা দলের সভাপতি  পূর্ণিমা ইসলাম, প্রচারদলের সাধারণ সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলামসহ পাবনা জেলা প্রচারদল ও বিএনপির বিভিন্ন পর্যায় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের সঙ্গে প্রতারণা হবে : গোলাম পরওয়ার
সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের সঙ্গে প্রতারণা হবে : গোলাম পরওয়ার
জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার
জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার