প্রতিবেশীরা সরে যাচ্ছে, মোদিকে সতর্ক করলেন পাওয়ার


ভারতের সাবেক কৃষি ও প্রতিরক্ষামন্ত্রী শারদ পাওয়ার বলেছেন, প্রতিবেশী দেশগুলো ধীরে ধীরে ভারতের কাছ থেকে সরে যাচ্ছে। পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ার আগেই বিষয়টি গুরুত্বসহকারে দেখা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার (৯ আগস্ট) নাগপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শারদ পাওয়ার বলেন, ‘বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ-এই দেশগুলো ভারতের প্রতি অসন্তুষ্ট। এমনকি পাকিস্তান তো আগে থেকেই আমাদের বিরুদ্ধে। এই পরিস্থিতিকে আর অবহেলা করা চলবে না।’
তিনি আরও বলেন, ‘আমরা কীভাবে আমাদের প্রতিবেশীদের কাছে পৌঁছাচ্ছি, সেটি খুবই গুরুত্বপূর্ণ। মোদির উচিত বিষয়টি অবিলম্বে গুরুত্ব দিয়ে দেখা এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কোন্নয়নে মনোযোগ দেওয়া।’
এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ৫০ শতাংশ শুল্ক নিয়েও কথা বলেন শারদ পাওয়ার। তিনি বলেন, ‘এটি ট্রাম্পের একটি চাপ প্রয়োগের কৌশল। তবে এই মুহূর্তে জাতীয় স্বার্থে ভারতীয় জনগণের উচিত সরকারের পাশে থাকা।’
মোদির পররাষ্ট্রনীতি ট্রাম্পের কাছে ব্যর্থ হয়েছে কিনা-এই প্রশ্নে সরাসরি উত্তর না দিয়ে শারদ পাওয়ার বলেন, ‘ট্রাম্পের সিদ্ধান্তে কারও নিয়ন্ত্রণ নেই। তিনি আবেগের বশে অনেক কিছু বলে ফেলেন।’
ভিওডি বাংলা/জা
রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচনী কমিশনের নিরপেক্ষতা ইস্যুতে বিক্ষোভ চলাকালে কংগ্রেস …

তুরস্কে ফের ভয়াবহ ভূমিকম্প
তুরস্কে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা …

ভারতের উন্নতি হজম করতে পারছে না যুক্তরাষ্ট্র: সাবেক উপ-রাষ্ট্রপতি
ভারতের সাবেক উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু বলেছেন, ভারতের উন্নতি হজম …
