রক্তের ঋণ শোধ করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ : এমরান সালেহ প্রিন্স


বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, শহীদদের রক্তের ঋণ শোধ করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে গুম-খুনের শিকার সকল শহীদকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, তাদের পরিবারের পুনর্বাসন এবং শহীদদের স্মৃতি ধরে রাখতে সড়ক ও স্থাপনার নামকরণের প্রতিশ্রুতি দেন তিনি।
সোমবার (৪ আগস্ট) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাদশা বাজারে শহীদ আবু কাউসার বিজয় ফরাজীর প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিন্স বলেন, শুধুমাত্র একটি নির্বাচিত সরকার ও সংসদের মাধ্যমেই জুলাই সনদ এবং ঘোষণাপত্রের প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব। কিন্তু একটি মহল নির্বাচন বিলম্বিত করতে বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও বিভ্রান্তি ছড়াচ্ছে।
তিনি আরও বলেন, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য জনগণ রোজার আগেই নির্বাচনের ঘোষণা প্রত্যাশা করছে। রমজানের আগে নির্বাচন নিয়ে জনগণের মধ্যে প্রবল আগ্রহ বিরাজ করছে।
এমরান বলেন, ক্ষমতায় গেলে গুম, খুন, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি—যেখানে গণতন্ত্র, সুশাসন, জানমালের নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা ও সামাজিক মূল্যবোধ নিশ্চিত থাকবে।
স্মরণসভার আগে এমরান সালেহ প্রিন্স শহীদ বিজয় ফরাজীর কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ এবং পরিবারের সদস্যদের সঙ্গে মৌন মিছিলে অংশ নেন।
হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ স্মরণসভায় শহীদ পরিবারের সদস্যসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
ভিওডি বাংলা/এমএইচ