দেশ ও জাতির স্বার্থে যথা সময় নির্বাচন দিন : বিলকিস ইসলাম


দেশের সার্বিক পরিস্থিতি ও জাতির স্বার্থে যথা সময়ে নির্বাচন দিতে হবে। ফ্যাসিষ্ট বিদায় হলে ও এখনো রয়েই গেছে। একটি পক্ষ নিজের প্রয়োজনে নির্বাচনকে বাধাগ্রস্থ করতে চায়। বিগত ১৭ টি বছর দেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দেশের সাধারণ মানুষ নিজের ভোটটি ও দিতে পারে নাই। আমার ভোট আমি দিবো যাকে খুশী তাকেই দিবো এই প্রতিপাদ্য বিষয় নিয়ে তারেক রহমান ১৭ বছর শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন।
প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন (নীলফামারী ৪ আসনের) সাবেক মহিলা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম।
শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়ন বিএনপির ৬ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত ঝুরাবান্ধা বাজারে ওয়ার্ড বিএনপির সভাপতি আজাহারুল ইসলাম'র সভাপতিত্বে মত বিনিময় সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বিলকিস ইসলাম বলেন, কিশোরগঞ্জ বাসী কখনো নিজ এলাকায় দলীয় এমপি পায় নাই। আমি কিশোরগঞ্জের কন্যা হিসাবে আপনাদের সাথে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা করছি। দল যাকে মনোনয়ন দিবে আমরা তার হয়ে কাজ করে বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তারিকুল হক, দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক রুবিনা খাতুন, বড়ভিটা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোনাব্বেরুল হক লিটু, ৯ নং ওয়ার্ড সভাপতি সবুজ, বড়ভিটা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোনাবের হোসেন, বড়ভিটা ইউনিয়ন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক সোহেল রানা, ইউপি সদস্য জোনাব আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/মোঃ মাইনুল হক/এম