• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানের পক্ষ থেকে

জামায়াত আমিরের খোঁজ নিতে হাসপাতালে বিএনপির প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক    ৩ আগস্ট ২০২৫, ০২:৪৫ পি.এম.
ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে বিএনপির প্রতিনিধি দল ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে বিএনপির প্রতিনিধি দল।

রোববার (৩ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড  হাসপাতালে তার খোঁজ খবর নিতে তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির বিএনপির দুই যুগ্ম মহাসচিব যান।  

তারা হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।  

বিএনপির এই নেতা হাসপাতালে ডা. শফিকুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তার চিকিৎসা ও শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন বলে জানা গেছে।

শনিবার (২ আগস্ট) ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানান চিকিৎসক ও জামায়াতের দায়িত্বশীল নেতারা। ইউনাইটেড হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে সাতজনের একটি চিকিৎসক দল এ অস্ত্রোপচারে অংশ নেন।

শনিবার দুপুরে হাসপাতালে এ নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন চিকিৎসক দলের প্রধান ডা. জাহাঙ্গীর কবির। এ সময় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতারা, হাসপাতালের ডা. শহিদ আলম চৌধুরী, হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডা. জাহাঙ্গীর কবির বলেন, ‘ওনার সার্জারি খুব ভালো হয়েছে। আমরা চেয়েছিলাম তাকে সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সার্জারি করতে, সেটা পেরেছি। ওনার তিনটা বাইপাস করার কথা ছিল। আমরা চারটা বাইপাস করেছি, যেন কোনো দিক থেকেই কোনো সমস্যা না হয়। কোনো জটিলতা ছাড়াই সার্জারি শেষ হয়েছে।’

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একটি নির্দিষ্ট দল স্বাধীনতাকে ভুল মনে করে: মেজর হাফিজ
একটি নির্দিষ্ট দল স্বাধীনতাকে ভুল মনে করে: মেজর হাফিজ
আইনের শাসন সুদৃঢ় করতে পারলেই নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে- মির্জা ফখরুল
আইনের শাসন সুদৃঢ় করতে পারলেই নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে- মির্জা ফখরুল
বহিষ্কার হলেন বিএনপির নির্বাহী সদস্য উদয় কুসুম
বহিষ্কার হলেন বিএনপির নির্বাহী সদস্য উদয় কুসুম