• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাকসু নির্বাচনে ডোপ টেস্ট বাধ্যতামূলক

রাজশাহী ক্যাম্পাস প্রতিনিধি:    ৩১ জুলাই ২০২৫, ০৯:১১ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য আচরণবিধি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আচরণবিধিতে বলা হয়েছে, ডোপ টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ না হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে। এছাড়াও প্রচারণা, ভোটগ্রহণ ও শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে প্রধান নির্বাচন কমিশনার ড. আমজাদ হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনী আচরণবিধি প্রকাশ করা হয়। এতে বলা হয়, নির্বাচনী কার্যক্রম চলাকালীন এই বিধি বহাল থাকবে।

আচরণবিধি অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনো ধরনের মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। একজন প্রার্থী সর্বোচ্চ ৫ জন সমর্থকসহ মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়ও সশরীরে উপস্থিত থাকতে হবে প্রার্থীকে। কেউ যেন এই প্রক্রিয়ায় বাধা না দেন, তা নিশ্চিত করার নির্দেশ রয়েছে।

প্রার্থীদের অবশ্যই ডোপ টেস্টে ‘নেগেটিভ’ হতে হবে, অন্যথায় প্রার্থিতা বাতিল হবে। এছাড়া নির্বাচনী প্রচারণায় শোডাউন, মিছিল, গাড়িবহর বা যানবাহনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচনের দিন শুধুমাত্র রিটার্নিং অফিসারের অনুমতিপ্রাপ্ত যানবাহন চলতে পারবে। তবে ভোটাররা নিজ উদ্যোগে বাইসাইকেল বা রিকশা ব্যবহার করতে পারবেন।

প্রচারণা চালানো যাবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং ভোটগ্রহণ শুরুর ২৪ ঘণ্টা আগে থেকে সব প্রচারণা বন্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয় এলাকায় শুধু প্রার্থী ও ভোটাররা প্রচারণায় অংশ নিতে পারবেন। বহিরাগতরা এ বিষয়ে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শিক্ষা কার্যক্রম ব্যাহত না করার নির্দেশও রয়েছে।

সাদা-কালো পোস্টার ব্যবহার বাধ্যতামূলক এবং তার আকার নির্ধারিত (৬০×৪৫ সেমি)। কোনো দেয়ালে পোস্টার লাগানো যাবে না এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কিছু প্রচারণায় ব্যবহার করা নিষিদ্ধ। সভা আয়োজনের জন্য প্রক্টরের অনুমতি নিতে হবে এবং মাইক ব্যবহার শুধু প্রার্থী পরিচিতি সভায় সীমাবদ্ধ থাকবে।

ভোটগ্রহণের সময় ভোটারদের বৈধ পরিচয়পত্র দেখিয়ে কেন্দ্রে প্রবেশ করতে হবে। অনুমতি ছাড়া কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। সাংবাদিকদেরও রিটার্নিং অফিসারের অনুমতি নিতে হবে এবং কেন্দ্রে কোনো ধরনের লাইভ সম্প্রচার নিষিদ্ধ। মোবাইল ফোনসহ ইলেকট্রনিক ডিভাইস ভোটকেন্দ্রে নিষিদ্ধ থাকবে। ভোটকেন্দ্রের ৫০ মিটারের মধ্যে কোনো প্রকার ভোটার স্লিপ বিতরণ করা যাবে না।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কেউ অস্ত্র বহন করতে পারবে না। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা, প্রার্থিতা বাতিল অথবা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের শাস্তি পেতে পারেন।

এর আগে ২৮ জুলাই রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

  • খসড়া ভোটার তালিকা প্রকাশ: ৬ আগস্ট
  • আপত্তি গ্রহণ: ৭ আগস্ট
  • আপত্তি নিষ্পত্তি: ১০-১২ আগস্ট
  • চূড়ান্ত তালিকা: ১৪ আগস্ট
  • মনোনয়নপত্র বিতরণ: ১৭-১৯ আগস্ট
  • দাখিল: ২১, ২৪ ও ২৫ আগস্ট
  • বাছাই: ২৭-২৮ আগস্ট
  • প্রাথমিক তালিকা: ৩১ আগস্ট
  • প্রত্যাহার শেষ সময়: ২ সেপ্টেম্বর
  • চূড়ান্ত তালিকা: ৪ সেপ্টেম্বর
  • ভোটগ্রহণ: ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, ভোট গণনা ও ফলাফলও ওই দিন ঘোষণা করা হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেরোবিতে সিরাজগঞ্জ জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বেরোবিতে সিরাজগঞ্জ জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
উমামার ‘রহস্যময়’ দরখাস্ত ভাইরাল
উমামার ‘রহস্যময়’ দরখাস্ত ভাইরাল
জাবি ছাত্রদলের হল কমিটি ঘোষণা
জাবি ছাত্রদলের হল কমিটি ঘোষণা