• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অর্চনা সিং কপিলের লড়াইয়ের পেছনের রহস্য ফাঁস

বিনোদন ডেস্ক    ৩১ জুলাই ২০২৫, ০৭:০৩ পি.এম.
অর্চনা পুরান সিং

ভারতের জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব ও অভিনেত্রী অর্চনা পুরান সিং সম্প্রতি এক ব্লগে কপিল শর্মার জীবনসংগ্রাম ও সাফল্যের পেছনের অজানা গল্প শেয়ার করেছেন। ইউটিউবার ও সংগীতশিল্পী যশরাজ মুখাটের বাড়িতে স্বামী পারমিত শেঠি ও দুই ছেলে আর্যমান ও আয়ুষ্মানকে নিয়ে ঘুরতে গিয়ে এ বিষয়ে কথা বলেন তিনি।

কপিল শর্মার বড় ভক্ত যশরাজ বলেন, “কপিল এখনো যোগ্য সম্মান পাননি।” উত্তরে অর্চনা জানান, “১৫ বছর ধরে তাকে দেখছি, সে অসম্ভব মেধাবী। এখনো সে আমাকে অবাক করে পাঞ্চলাইন দিয়ে। ওর মধ্যে গভীরতা আছে। গভীরতা না থাকলে এতটা মজার হওয়া যায় না।”

তিনি আরও বলেন, “যে অন্যকে হাসাতে পারে, তার ভেতরে অনেক কান্না জমা থাকে। কপিল দারুণ দারিদ্র্যের মধ্যে বড় হয়েছে। বাবা ক্যান্সারে মারা যাওয়ার পর তাকে অসংখ্য কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। কিন্তু এত কষ্ট সত্ত্বেও সে বিশ্বকে হাসাতে সক্ষম হয়েছে।”

বর্তমানে অর্চনা 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'তে কপিল শর্মা, কিকু শারদা, সুনীল গ্রোভার ও কৃষ্ণা অভিষেকের সঙ্গে কাজ করছেন। এ সিজনে স্থায়ী অতিথি হিসেবে নভজোত সিং সিধুও ফিরে এসেছেন।

একই ব্লগে অর্চনা তার পুরোনো শো 'কমেডি সার্কাস'-এর অভিজ্ঞতা নিয়েও মজার স্মৃতি শেয়ার করেন। তিনি বলেন, “অনেক সময় পাঞ্চলাইন তেমন মজার না হলেও নির্মাতারা আমার হাসির অংশ সম্পাদনা করে দেখাতেন, যা আমাকে হাস্যকর দেখাত।”

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ময়না’ ট্রেন্ডিংয়ের শীর্ষে, বাজিমাত বুবলী-জীবন
‘ময়না’ ট্রেন্ডিংয়ের শীর্ষে, বাজিমাত বুবলী-জীবন
কান থেকে মেলবোর্ন, এবার টরন্টো: আন্তর্জাতিক অঙ্গনে ‘আলী’
কান থেকে মেলবোর্ন, এবার টরন্টো: আন্তর্জাতিক অঙ্গনে ‘আলী’
শাকিব খানের স্টোরিতে বড় ছেলে আব্রাম খান জয়
শাকিব খানের স্টোরিতে বড় ছেলে আব্রাম খান জয়