রাজনৈতিক ট্যাগ এড়িয়ে যাওয়া সেই এষা এখন ছাত্রদলের নেতা


গত বছরের ৪ আগস্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী জাহিন বিশ্বাস এষা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্পষ্ট বার্তা দিয়েছিলেন—–আমি একজন ছাত্রী, কেবলই ছাত্রী। আমার ছাত্রত্বের পাশে কোনো ধরনের রাজনৈতিক ট্যাগ যুক্ত করবেন না–। একই পোস্টে তিনি লিখেছিলেন, –রাজনৈতিক কোনো ছাত্রসংগঠনের সঙ্গে অতীতেও যুক্ত ছিলাম না, বর্তমানেও নেই, ভবিষ্যতেও হব না ইনশাআল্লাহ। It's loud and clear.
কিন্তু মাত্র এক বছরের ব্যবধানে দৃশ্যপট পুরোপুরি পাল্টে গেছে। সদ্য ঘোষিত কমিটিতে জাহিন বিশ্বাস এষা হয়েছেন রাবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
এ নিয়ে ক্যাম্পাসে নানা আলোচনা-সমালোচনা চলছে। শিক্ষার্থীরা প্রশ্ন তুলছেন, যারা দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয়ভাবে মাঠে ছিলেন, তারা বাদ পড়লেও এষার মতো একজন, যিনি স্পষ্টভাবে নিজেকে ‘অরাজনৈতিক’ দাবি করেছিলেন, কীভাবে দলের একটি গুরুত্বপূর্ণ পদে এলেন?
ছাত্রদলের একাধিক নেতা নাম প্রকাশ না করে বলেন, –যারা দিনরাত আন্দোলনে ছিলেন, গ্রেফতার-নির্যাতনের শিকার হয়েছেন, তাদের অনেকে কমিটিতে স্থান পাননি। অথচ যারা কখনোই রাজনীতির স্বীকৃত অংশ ছিলেন না, তারাই এখন নেতৃত্বে। এটা হতাশাজনক।–
যোগাযোগ করা হলে জাহিন বিশ্বাস এষা বলেন, –তখন আন্দোলনের সময় ছিল, আর তখন সবার পরিচয় ছিল ‘সাধারণ ছাত্র’। সেই প্রেক্ষিতে আমি যে অবস্থানে ছিলাম, সেটিই প্রকাশ করেছিলাম। যদি সেসময় রাজনৈতিক পরিচয় দিতাম, তাহলে আন্দোলনকে সরকার সহজেই ‘বিএনপি-জামায়াতের’ তকমা দিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করত। সেজন্যই ‘অরাজনৈতিক’ অবস্থান ঘোষণা করা গুরুত্বপূর্ণ ছিল।
তিনি আরও বলেন, –আমার আনুষ্ঠানিক কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, তবে পরোক্ষভাবে আমি জাতীয়তাবাদী পরিবার থেকেই এসেছি। যারা আমাকে চিনে, তারা জানে আমি আদর্শিকভাবে বিএনপির চিন্তাধারায় বিশ্বাসী।
নারী নেতৃত্ব প্রসঙ্গে এষা বলেন, –আন্দোলনে যেমন নারীরা অগ্রণী ভূমিকা রেখেছে, তেমনিভাবে রাজনীতিতেও নারীর নেতৃত্ব সময়ের দাবি। তরুণরা রাজনীতিতে না এলে পরিবর্তন সম্ভব নয়।
রাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুলের কাছে এ বিষয়ে বক্তব্য জানতে ফোন ও মেসেজ পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি।
ভিওডি বাংলা/ডিআর
রাকসু নির্বাচনে ডোপ টেস্ট বাধ্যতামূলক
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে …

চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় ড্যাফোডিলের ‘স্কিল্ড জেনারেশন’ কর্মসূচি
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (ডিআইপিটিআই) ও হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট …

রেমিয়ানস অ্যাসোসিয়েশন বাকৃবির নেতৃত্বে মুর্তুজা ও সাকিব
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্যয়নরত ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রাক্তন …
