নির্বাচনের আগে সব বিষয় মীমাংসা সম্ভব নয়: আবদুস সালাম

 
                                            
                                    
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, নির্বাচন আয়োজনের আগে সব ইস্যুর সমাধান সম্ভব নয়। যেসব বিষয় এখনো আলোচনায় অমীমাংসিত, সেগুলো পরবর্তী পর্যায়ে সমাধানের জন্য ছেড়ে দিতে হবে।
বুধবার (৩০ জুলাই) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে এসব মন্তব্য করেন তিনি।
আব্দুস সালাম বলেন, –সবকিছু সমাধান করে তারপর নির্বাচন, এমন চিন্তা বাস্তবসম্মত নয়। কিছু বিষয় মীমাংসিত থাকবে, আবার কিছু বিষয় নির্বাচন-পরবর্তী সময়ে সমাধানের জন্য রেখে এগোতে হবে। এটাই বাস্তবতা।
নির্বাচনের আগে নির্বাচন কমিশন বাদে অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে কতটুকু সাংবিধানিক সুরক্ষা দেওয়া হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো কেমন হবে— এসব বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত এখনো আসেনি বলে উল্লেখ করেন তিনি। বলেন, –এই বিষয়গুলো নিয়ে সরকারের পক্ষ থেকে ঝাপসা ভাষায় কথা বলা হচ্ছে। পরিষ্কারভাবে বলা দরকার কোন বিষয়গুলো মীমাংসিত হয়েছে আর কোনগুলো এখনো হয়নি।
বিএনপির আন্দোলনের পটভূমি তুলে ধরে আব্দুস সালাম বলেন, –বিএনপি ১৭ বছর ধরে আন্দোলন করছে। আমরা শুরু থেকেই বলে এসেছি, এই সরকারের পতন ছাড়া কোনো বিকল্প নেই। আজ যারা আন্দোলনে নেমেছেন, তাদের মধ্যে অনেকে কোটাবিরোধী আন্দোলনের মাধ্যমে যুক্ত হয়েছেন। তবে সময়ের প্রেক্ষাপটে কিছু সিদ্ধান্ত বা ঘোষণা সুনির্দিষ্টভাবে আসেনি, তাতে আন্দোলনের যৌক্তিকতা খাটো হয় না।
শহীদ পরিবারের পক্ষ থেকে দেওয়া আন্দোলনের ঘোষণাপত্র নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, –আমরাও চাই এই ঘোষণাপত্র হোক। এটা অযৌক্তিক নয় এবং আমরা কখনোই তা নাকচ করিনি।
সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, –তারা সবকিছু ঘোলা করে সিদ্ধান্তে যেতে চায়। অথচ বলার কথা ছিল— এই বিষয়গুলো মীমাংসিত হয়েছে, আর এইগুলো নিয়ে আলোচনা চলছে। কিন্তু তা না করে, সব কিছুই ধোঁয়াটে রাখা হচ্ছে।
ভিওডি বাংলা/ডিআর
 
                             
                         
                 
                





