ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন শুরু ৩ আগস্ট


প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (সরকারি সাত কলেজভিত্তিক) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদন ৩ আগস্ট থেকে শুরু হচ্ছে। এবার প্রথমবারের মতো সেকেন্ড টাইম শিক্ষার্থীদের আবেদনের সুযোগ রাখা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) রাতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়েছে। আবেদন শুরু হবে ৩ আগস্ট দুপুর ১২টা থেকে এবং চলবে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি ফরমের মূল্য ধরা হয়েছে ৮০০ টাকা, যা চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) শাখায় বা ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা যাবে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করতে পারবে তারা, যারা ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে এসএসসি/সমমান এবং ২০২৩ বা ২০২৪ সালে এইচএসসি/সমমান পাস করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে যারা ইতোমধ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তাদের পূর্বের আবেদনই এই বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য গ্রহণযোগ্য হবে। তবে যেসব শিক্ষার্থী আবেদন প্রত্যাহার করবেন, তাদের আবেদন ফি ফেরত দেওয়া হবে।
আবেদনকারীরা কলা ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা—এই তিন ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ভর্তি সংক্রান্ত বিস্তারিত যোগ্যতা ও নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
ভর্তি পরীক্ষার সময়সূচিও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে:
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ২২ আগস্ট শুক্রবার, বিকেল ৩টা থেকে ৪টা
বিজ্ঞান ইউনিট: ২৩ আগস্ট শনিবার, সকাল ১১টা থেকে ১২টা
ব্যবসায় শিক্ষা ইউনিট: ২৩ আগস্ট শনিবার, বিকেল ৩টা থেকে ৪টা
ভিওডি বাংলা/ডিআর
৪ কলেজ ও ২১ ভবনের নাম পরিবর্তন, বাদ মুজিব-হাসিনা-কামালের নাম
দেশের ৪টি সরকারি কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২১টি ভবন-স্থাপনার …

প্রাথমিক বিদ্যালয়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের প্রস্তুতি
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৩৪ হাজারের বেশি প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণের …

প্রাথমিকের সব প্রধান শিক্ষক পাচ্ছেন দশম গ্রেড
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়ার …
