‘যদি এবং তবে’ দিয়েই নির্বাচন নিয়ে লুকোচুরি চলছে: নিলুফার মনি


বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন।
সম্প্রতি একটি ইউটিউব ভিডিও বার্তায় তিনি বলেন, —প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে কখনোই স্পষ্ট কিছু বলেন না, বরং তার বক্তব্যে সবসময় ‘যদি’ আর ‘তবে’ লুকিয়ে থাকে। এমন অবস্থায় তিনি নির্বাচন আয়োজনের তারিখ ঘোষণা করবেন কি না, সেটা এখন আর গুরুত্বপূর্ণ নয়। তার ‘লুকোচুরি’ মনোভাব থেকেই বোঝা যায়, তিনি ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না।
নিলুফার বলেন, —যখনই প্রধান উপদেষ্টা সংকটে পড়েন, তখন রাজনৈতিক দলগুলোকে ডেকে আনেন। কিন্তু কী বিষয়ে আলোচনা হবে, এজেন্ডা কী—সেসব কিছুই বলেন না। অথচ বাইরে প্রচার করা হয়—সব কিছুতে নাকি সমন্বয় হচ্ছে, জাতীয় ঐক্য রয়েছে। এটা কেবল ‘দেখানোর’ রাজনীতি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে তিনি বলেন, —পুলিশের নথি বলছে, গত ১০ মাসে দেশে খুন হয়েছে ৩ হাজার ৫৫৪ জন। এটা প্রমাণ করে যে দেশে আইনের শাসন বলতে কিছু নেই। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে, আর কোনো কোনো রাজনৈতিক দলের উস্কানিমূলক কার্যকলাপে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। এমনকি আসামিকে পুলিশি হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে।
নিলুফার চৌধুরী বলেন, —এই সরকারে যারা একবার চেয়ারে বসে, তারা আর উঠতে চায় না। অথচ আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। গণতন্ত্রের সবচেয়ে মৌলিক বিষয় হলো নির্বাচন। সেই নির্বাচনই যদি না হয়, তাহলে সাড়ে পনেরো বছর ধরে যে আন্দোলন, সংগ্রাম, রক্ত, খুন, গুম—এসব কিসের জন্য হলো? জনগণকেই এর জবাব খুঁজে বের করতে হবে।
ভিওডি বাংলা/ডিআর
এনসিপির ব্যানার ব্যবহার করে অনেকে চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন: হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, …

সাড়ে ৩ বছরে দেশে আমূল পরিবর্তন করেছিলেন জিয়াউর রহমান: ডা. ডোনার
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক …
