বরিশালে ৫ এতিম ভাতিজির সম্পত্তি আত্মসাতের অভিযোগ


ফরায়েজ আইন মোতাবেক আপন ছোট চাচা মো. সাগর উদ্দিন মন্টিকে ভাগ বুঝিয়ে দেয়ার পরও এখন পুরো সম্পত্তি আত্মসাতের পায়তারা চালাচ্ছে। এমন অভিযোগ এনে চাচার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এতিম ভাতিজি।
সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে বারো টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে শারমিন জাহান ভাবনা বলেন- দুই বোনের মধ্যে আমি ঢাকায় এবং বড় বোন সুরমা আক্তার বরিশালে বাস করে। দাদা নাসির উদ্দিন ভূইয়া ১৯৯৫ সালে মৃত্যুর পর নগরীর ১০৫ বি নাসির কমপ্লেক্স, সদর রোডে থাকা ১১.২০ শতাংশ জমির ওয়ারিশ সূত্রে মালিক হন তার ৫ ছেলে ও ৫ মেয়ে। আমার দাদার মেঝো ছেলে মৃত জাকির উদ্দিন মান্নুর সন্তান আমরা দুই বোন।
পৈতৃক সূত্রে আমরা দুই বোন সোয়া ১ শতাংশ জমি পাই। উক্ত জমির নীচ তলায় রয়েছে 23 JUICE BAR নামক প্রতিষ্ঠান এবং ২য় তলায় রয়েছে যমুনা ব্যাংক, সদর রোড শাখার প্রতিষ্ঠান। দুইটি প্রতিষ্ঠানের ভাড়ার চুক্তিপত্র অনুযায়ী আমরা দুই বোন মাসিক ভাড়া পাই।
আমার বাবার পুত্র সন্তান না থাকায় ৩ ফুফু ও ছোট চাচা মো. সাগর উদ্দিন মন্টি ফরায়েজের দাবি করলে তাদেরকে ফরায়েজ আইন মোতাবেক ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়ার টাকা কর্তন করে তাদের অংশের অর্থ বুঝিয়ে দেয়া হয়।
কিন্তু আমাদের ছোট চাচা সাগর উদ্দিন মন্টি আ.লীগ সরকার পতনের পর বেপোরোয়া হয়ে উঠে। চাঁদাবাজির অভিযোগের কারণে আমার চাচাকে নগরীর ১৭ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়। এমনকি চাঁদাবাজির অভিযোগে থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। এখন আমার চাচা এতিম ভাতিজিদের কাছে চাঁদাবাজি করে আসছে।
শুরুতে আমাদের দুই বোনের কাছে ২ হাজার, ৩ হাজার, ৫ হাজার টাকা চাইতো। আমরা মনে করতাম চাচা সমস্যায় আছে তাই চায়, সেজন্য দিতাম। টাকার জন্য দুই বোনকেই বিরক্ত করে ফেলে। কিন্তু সম্প্রতি টাকা চাওয়াটা প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। আর টাকা না দিলে নানাভাবে ঝামেলা সৃষ্টি করে। জোরপূর্বক আমাদের দুই বোনের নামে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের অংশ হাতিয়ে নিতে চায়।
এরপূর্বে অর্থাৎ 23 JUICE BAR নামক প্রতিষ্ঠানের আগে সেখানে ফুজি কালার স্টুডিও নামক প্রতিষ্ঠান ছিল। সেই ফুজি কালার স্টুডিওটি ভাড়া চুক্তিপত্র হওয়ার সময় সাড়ে ৫ লাখ টাকার মধ্যে থেকে আমার ছোট চাচা সাগর উদ্দিন মন্টি ধার বাবদ ১ লাখ টাকা নেয়। এরপর নানা অজুহাতে ৫ হাজার টাকা, ১০ হাজার টাকা ও ৩০ হাজার টাকা পর্যন্ত নিয়েছে। টাকা চাইলে ছোট চাচা বাসায় ডেকে নিয়ে আমাদের দুই বোনের চুল টেনে শারীরিক নির্যাতন করে বেদম মারধর করে। উপায়ন্ত না পেয়ে আমি আমার ছোট চাচার বিরুদ্ধে বরিশাল কোতোয়ালী মডেল থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করি।
তখন ছোট চাচার আকুতিতে মামলাটি উঠিয়ে নেয়া হয়। কিন্তু আবারো বেপোরোয়া হয়ে উঠেছে ছোট চাচা সাগর উদ্দিন মন্টি। তিনি পরিকল্পিতভাবে তার এতিম দুই ভাতিজিকে নানাভাবে হয়রানির পাশাপাশি জমিসহ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আত্মসাৎ কারার পাঁয়তারা চালাচ্ছে। একই সাথে আমাদের দেয়া ভাড়াটিয়াদের সাথে অসদাচরণ করেই যাচ্ছে। যা ভাড়াটিয়াদের সাথে আলাপ করলেই এর প্রমাণ মিলবে।
উক্ত সংবাদ সম্মেলনে একমত প্রকাশ করেন মরহুম আইনজীবী কবির উদ্দিনের স্ত্রী মহসিনা কবির। মৃত. নাসির উদ্দিন ভূইয়ার বড় ছেলে। মরহুম আইনজীবী কবির উদ্দিনের সংসারেও তিন কন্যা সন্তান। সেখান থেকেও ফরায়েজ আইন মোতাবেক ভাগ নেয় মো. সাগর উদ্দিন মন্টি।
মহসিনা কবির বলেন, আমাদের বসতঘর থেকে তাড়িয়েছে মন্টি। এক কথায় মন্টির ৫ ভাইয়ের মধ্যে বড় ও মেঝো ভাইয়ের সংসারে ৫ এতিম কন্যা সন্তানদের উপর অন্যায় জুলুম অত্যাচার করে আসছে।
সংবাদ সম্মেলন শেষে অভিযুক্ত সাগর উদ্দিন মন্টি মুঠোফোনে কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।
ভিওডি বাংলা/এম
সিরাজগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সিরাজগঞ্জের শাহজাদপুরে সেনাবাহিনী কর্তৃক সুবিধাবঞ্চিত দুই হাজার নারী পুরুষকে বিনামূল্যে …

কাঠের পুলে ঝুঁকি, কাদায় হেঁটে জীবন—গ্রামের মানুষ চায় মুক্তি!
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ধুনাইল গ্রাম হয়ে টাঙ্গাইল-আরিচা মহাসড়কের …

ফুলবাড়ীতে শাপলা তুলতে গিয়ে ডোবার পানিতে পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাপলা তুলতে গিয়ে ষষ্ঠ শ্রেণীর দুই শিক্ষার্থীর মৃত্যু …
