• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

একনেকে অনুমোদন পায়নি জুলাই ফ্ল্যাট প্রকল্প

নিজস্ব প্রতিবেদক    ২৭ জুলাই ২০২৫, ০৩:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রস্তাবিত ৮০৪ ফ্ল্যাটের আবাসন প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পায়নি। এই প্রকল্পে ব্যয়ের অসঙ্গতি এবং অগ্রাধিকারের প্রশ্নে আপত্তি জানানো হয়েছে বলে জানা গেছে।

রোববার (২০ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম একনেক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, ওই সভায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ‘৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্পসহ মোট ১৪টি প্রকল্প উপস্থাপন করা হয়। তবে অনুমোদন দেওয়া হয়েছে ১২টি প্রকল্পে। অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৫৮ কোটি ৭৭ লাখ টাকা, বৈদেশিক ঋণ ১৪৩ কোটি ৩৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৫২ কোটি ৭২ লাখ টাকা।

প্রস্তাবিত শহীদ পরিবার ফ্ল্যাট প্রকল্পে ব্যয় দেখানো হয়েছিল প্রায় ৪৫ গুণ বেশি, যা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। এর ফলে প্রকল্পটি নিয়ে একনেকে আপাতত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

অনুমোদিত প্রকল্পসমূহের মধ্যে রয়েছে:

  • চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্প (২য় সংশোধিত)

  • স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০টি ফায়ার স্টেশন স্থাপন (১২টি নতুন ও ৮টি পুরাতন পুনর্নির্মাণ)

  • বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য লজিস্টিকস ও রক্ষণাবেক্ষণ সুবিধা নির্মাণ

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, গ্রামীণ স্যানিটেশন, খাল খনন, মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ, সেনানিবাসে অফিসার্স মেস নির্মাণ, লোক ও কারুশিল্প জাদুঘর সম্প্রসারণ, স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন ইত্যাদি।

এছাড়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ২০২৪-এর অডিও-ভিজ্যুয়াল দলিল সংরক্ষণ প্রকল্পসহ আরও ১৮টি প্রকল্প একনেক সদস্যদের অবহিত করা হয়।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ‘৩৬ জুলাই শহীদ ফ্ল্যাট’ প্রকল্প অনুমোদন না পাওয়ায় শহীদ পরিবারগুলোর আবাসন অনিশ্চয়তায় পড়ল।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসির ৭১ কর্মকর্তা বদলি
ইসির ৭১ কর্মকর্তা বদলি
প্রধানমন্ত্রী পদে একজন সর্বোচ্চ ১০ বছর: সব দল একমত
প্রধানমন্ত্রী পদে একজন সর্বোচ্চ ১০ বছর: সব দল একমত
গতি বাড়াতে বদলি-পদায়নের ক্ষমতা বিকেন্দ্রীকরণ
গতি বাড়াতে বদলি-পদায়নের ক্ষমতা বিকেন্দ্রীকরণ