গোয়ালন্দে জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বৃক্ষরোপণ বিষয়ক আলোচনা সভা


রাজবাড়ীর গোয়ালন্দে বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে আলোচনা সভা করেছে জিয়া স্মৃতি সংসদ গোয়ালন্দ উপজেলা শাখা।
শনিবার (২৬ জুলাই) বিকেলে জিয়া স্মৃতি সংসদ গোয়ালন্দ উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
জিয়া স্মৃতি সংসদ গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মো. শাহিন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল হক রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপদেষ্টা সোবান মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহিন মৃধা, সহসভাপতি আবুল হাসেম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফজলু মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ লুৎফর রহমান, পৌর শাখার সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক হাসান মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান শেখ, সহ সাংগঠনিক সম্পাদক এনামুল শেখ। জিয়া স্মৃতি সংসদ গোয়ালন্দ উপজেলা মহিলা শাখার সভানেত্রী মোছাঃ ববি আজাদ, ছোট ভাকলা ইউনিয়ন মহিলা শাখার সভানেত্রী মোছা: কমেলা বেগম ও সাধারণ সম্পাদক মোছা: চম্পা আক্তার, সাংগঠনিক সম্পাদক মোছা: জুলেখা বেগম। উজানচর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ মনির খান, সাধারণ সম্পাদক মোঃ ছুরমান শেখ, দেবগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি মোঃ নুরুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক মোঃ বারেক শেখ, সহ সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, ছোট ভাকলা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ রুহুল আমিন বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু সরদার, সিনিয়র সহ সভাপতি মোতালেব শিকদার, দৌলতদিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ শওকত মোল্লা, গোয়ালন্দ উপজেলা অটো শ্রমিক সংগঠনের সভাপতি মোঃ শাহিনসহ জিয়া স্মৃতি সংসদের বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
এসময় বক্তারা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়ার নির্দেশে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তারা বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করেছিলেন। বর্তমানে তারেক রহমান পরিবেশ রক্ষায় এই কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন।”
বক্তারা সবাইকে বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে আহ্বান জানান। একইসঙ্গে আগামী জাতীয় নির্বাচনে অ্যাডভোকেট মো. আসলাম মিয়াকে মনোনয়ন দেওয়ার দাবিও জানান নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে জিয়া স্মৃতি সংসদ গোয়ালন্দ উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ের সামনে একটি রোপণের মাধ্যমে এ করৃমসূচির উদ্বোধন করা হয়।
ভিওডি বাংলা/ এমএইচ
বেতাগীর কাবিল আকন খাল কচুরিপানায় বন্ধ ভোগান্তিতে এলাকাবাসী
বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ কাবিল আকন খাল …

মাদারীপুরে দু"গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া আহত ৫
মাদারীপুর জেলার কালকিনি থানাধীন আলীনগর ইউনিয়নের উত্তর কানাইপুর গ্রামের শরীফ …

কুড়িগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কুড়িগ্রাম সদর উপজেলা …
