• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সালাহউদ্দিন আহমেদ কার সর্বনাশ করেছেন: রনি

নিজস্ব প্রতিবেদক    ২৫ জুলাই ২০২৫, ০৮:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ কার কী সর্বনাশ করেছেন বলে প্রশ্ন করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি বলেন, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বাংলাদেশের রাজনীতিতে খুবই জনপ্রিয় ও পরিচিত একটি মুখ এবং বিএনপির রাজনীতির জন্য তার যথেষ্ট অবদান রয়েছে। তিনি আওয়ামী লীগ শাসন আমলে যে জুলুমের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, এটা নজিরবিহীন ঘটনা।’

‘তার জীবনে যে দুর্ভোগ এবং দুর্দশা ঘটেছে; ক্ষমতাসীন একটি রাজনৈতিক দল কতটা নির্মম এবং নিষ্ঠুর হতে পারে সেটা সালাহউদ্দিনের গুম হয়ে যাওয়া এবং ভারতের মাটিতে তিনি যেভাবে ধরা পড়েছেন, যেভাবে গ্রেপ্তার হয়েছেন এবং যেভাবে তাকে দিনের পর দিন পাগলের চিকিৎসা করা হয়েছে একটা বদ্ধ উন্মাদ বানানোর জন্য, যেভাবে তাকে ভারতে আটকে রাখার জন্য স্থানীয় লোয়ার কোর্ট থেকে শুরু করে একেবারে হাইকোর্ট পর্যন্ত তাকে যেতে হয়েছে।

এটা নজিরবিহীন, এই ঘটনা কখনো ঘটেনি বাংলাদেশে। যখন তিনি সেখান থেকে মুক্ত হলেন তখন তাকে বাংলাদেশে আসার জন্য যে ট্রাভেল ডকুমেন্টের দরকার ছিল সেটা ভারত সরকারও তাকে দেয়নি এবং বাংলাদেশ সরকার তো তাকে দেয়ইনি। ফলে তিনি ভারতে যে দুর্বিষহ জীবনযাপন করেছেন ওটা একটা ট্র্যাজিক ইভেন্ট।’
‘সেখান থেকে বিএনপির রাজনীতিতে তার যতটুকু অবদান রাখা দরকার তিনি তা করেছেন, রেখেছেন।

নেতাকর্মীদের সঙ্গে যতটা সংযোগ রাখা দরকার করেছেন এবং জুলাই-আগস্ট বিপ্লবের তিনি যে একজন মাস্টারমাইন্ড, এটি নাগরিক অধিকারের নুরুল হক নুর একটি সাক্ষাৎকারে বলেছেন। এরপর শেখ হাসিনার পতনের পর তিনি বাংলাদেশে এলেন। বিএনপির নেতৃত্ব গ্রহণ করলেন এবং বিএনপিতে তার জয়জয়কার শুরু হয়ে গেল।’

‘কিন্তু সাম্প্রতিক সময় সালাহউদ্দিন আহমেদকে নিয়ে বিভিন্ন মহলে এমন টানাটানি, সেই টানাটানির ফলে তার ইমেজ বলতে গেলে একেবারে শূন্যতে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথম আলোর অফিস গুঁড়িয়ে দিতে হবে: ড. আব্বাসী
প্রথম আলোর অফিস গুঁড়িয়ে দিতে হবে: ড. আব্বাসী
দলগুলোর বিভেদে ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার আশঙ্কা করা হচ্ছে
দলগুলোর বিভেদে ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার আশঙ্কা করা হচ্ছে
রিজভীর স্বাক্ষর জাল করে কমিটি বিলুপ্তির বিজ্ঞপ্তি
রিজভীর স্বাক্ষর জাল করে কমিটি বিলুপ্তির বিজ্ঞপ্তি