• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রিজভীর স্বাক্ষর জাল করে কমিটি বিলুপ্তির বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক    ২৫ জুলাই ২০২৫, ০৮:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে কুমিল্লায় সকল অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্তির একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় পদক্ষেপ নিয়েছেন তিনি। পাশাপাশি এ নিয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধও জানিয়েছেন।

শুক্রবার (২৫ জুলাই)  রিজভী দাবি করেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট। 

প্রেস বিজ্ঞপ্তিতে লেখা ছিলো, ‘আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে দলের সকল পর্যায়ের নেতামকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে। বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।’

উল্লেখিত প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপির দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার স্বাক্ষর জাল করে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হলো।’

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেইজে রিজভীর এই প্রেস বিজ্ঞপ্তিটি পোস্ট করা হয়েছে। একইসঙ্গে সেখানে ফেসবুকে ছড়ানো ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটিও সেঁটে দেওয়া হয়েছে। 

‘মতলব উত্তর, দক্ষিণ উপজেলা এবং মতলব পৌরসভা ও ছেংগারচর পৌরসভাধীন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাতীদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দলের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। অতি শিগগির সকলের মতামতের ভিত্তিতে সমন্বয় করে কমিটি ঘোষণা করা হবে।’  

তবে এবারই প্রথম নয়। এর আগে গত বছরের ১১ নভেম্বরে রিজভীর স্বাক্ষর জাল করে চাঁদপুর কচুয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্তির ভুয়া প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তখনও একই পদক্ষেপ নিয়েছিলেন দলটির এই শীর্ষ নেতা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সালাহউদ্দিন আহমেদ কার সর্বনাশ করেছেন: রনি
সালাহউদ্দিন আহমেদ কার সর্বনাশ করেছেন: রনি
প্রথম আলোর অফিস গুঁড়িয়ে দিতে হবে: ড. আব্বাসী
প্রথম আলোর অফিস গুঁড়িয়ে দিতে হবে: ড. আব্বাসী
দলগুলোর বিভেদে ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার আশঙ্কা করা হচ্ছে
দলগুলোর বিভেদে ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার আশঙ্কা করা হচ্ছে