• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদকের বিরুদ্ধে কলাবাড়িয়া একতা যুব সঙ্গের মানববন্ধন অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি    ২৪ জুলাই ২০২৫, ০৯:৪১ পি.এম.

মাদকের বিরুদ্ধে কলাবাড়িয়া একতা যুব সঙ্গের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে কলাবাড়িয়া ব্রিজ এর পূর্বপার কালিয়া চাপাইল সড়কের উপর।
 
বৃহস্পতিবার (২৪ জুলাই ) বিকাল ৬ টার দিকে নড়াইলে নড়াগাতী থানার কলাবাড়িয়া ব্রিজ এর পূর্বপার বাজারে কালিয়া চাপাইল সড়কের উপর এলাকার বিভিন্ন পেশাজীবি মানুষ ও একতা যুব সঙ্গের  সদস্যবৃন্দ, উপস্থিত ছিলেন এ মানববন্ধনে।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন নড়াগাতী থানা বিএনপির সদস্য মুন্সি জামাল, নড়াগাতী থানার বিএনপির সদস্য মোঃ হাসান শেখ , কলাবাড়িয়া ০১ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও বি এন পির নেতা মোঃ বদরুল আলম বাবুল মিনা, মোঃ মতিউর রহমান মল্লিক , ওয়াসিকুর রহমান শেখ অবসর পুলিশ কর্মকর্তা, স্থানীয় বিএনপির নেতা বুলবুল ফকির ও এলাকার  বিশিষ্ট সমাজ সেবক মোঃ সবুর  মোল্লা ।
 
বক্তব্যে সবাই বলেন মাদকের বিরুদ্ধে সবাই এক হয়ে কাজ করতে হবে । যেখানে মাদকের গন্ধ বের হবে সেখানে যেয়ে প্রতিহত করতে হবে । মাদক যে বিক্রি করে ও যে সেবন করে তাকে প্রথমে বুঝানোর চেষ্টা করা হবে , না বুঝলে এলাকার সবাই মিলে তার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে হবে মানববন্ধনে সবাই এ কথা সমর্থন করেন। মানববন্ধন  কর্মসূচি পরিচালনা করেন মোঃ শারাফাত মোল্লা।
 
ভিওডি বাংলা/মোঃ মাহফুজুর রহমান/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজারহাটে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
রাজারহাটে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
পাংশায় জাপান এডুকেশন এন্ড জব সেন্টারের উদ্বোধন
পাংশায় জাপান এডুকেশন এন্ড জব সেন্টারের উদ্বোধন
রাজবাড়ীতে বৃদ্ধের জমি দখলের অভিযোগ
রাজবাড়ীতে বৃদ্ধের জমি দখলের অভিযোগ