• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১৮ জুলাই পতন শুরু, আনুষ্ঠানিকতায় ৫ আগস্ট: ফখরুল

   ১৮ জুলাই ২০২৫, ০৫:০২ পি.এম.
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২০২৪ সালের ১৮ জুলাই পতন শুরু হয় হাসিনা সরকারের, আর ৫ আগস্ট ছিল কেবল আনুষ্ঠানিকতা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ওই দিন (১৮ জুলাই) ছিল হাসিনার শাসনের টার্নিং পয়েন্ট।

শুক্রবার (১৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে মির্জা ফখরুল লেখেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেদিন বন্দুকের সামনে দাঁড়ায়, শহীদ হয় অনেকে। তিনি বলেন, ওই দিন (১৮ জুলাই) ঘটে দেশের ইতিহাসে অন্যতম রক্তক্ষয়ী ছাত্র-পুলিশ সংঘর্ষ।

বিএনপি মহাসচিব লেখেন, সরকার (কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী সরকার) ভাবতেই পারেনি, রাজনীতির বাইরে থাকা এই তরুণরাই হবে সবচেয়ে সাহসী। তারাই বুক পেতে রক্ত দিল, কিছুই চাইল না। তাদের বিদ্রোহ ভেঙে দেয় দেশের ভয়, রাস্তায় আনে মিডল ক্লাস-আপার মিডল ক্লাসকে।

পোস্টের শেষে তিনি নিঃস্বার্থ তরুণদের গভীর শ্রদ্ধা জানান এবং তাদের পথেই মুক্তির আশা করেন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোপালগঞ্জে হামলা ইস্যুতে যা বললেন সোহেল তাজ
গোপালগঞ্জে হামলা ইস্যুতে যা বললেন সোহেল তাজ
দেশের এক ইঞ্চি মাটিও মুজিববাদীদের হবে না: নাহিদ
দেশের এক ইঞ্চি মাটিও মুজিববাদীদের হবে না: নাহিদ
গোপালগঞ্জের ঘটনা গোয়েন্দা ব্যর্থতা : জাহেদ উর রহমান
গোপালগঞ্জের ঘটনা গোয়েন্দা ব্যর্থতা : জাহেদ উর রহমান