• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলতেছে : মুহাম্মদ রহমাতুল্লাহ

   ১৮ জুলাই ২০২৫, ০৩:২৪ পি.এম.
আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র  চলতেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যারা কুরুচিপূর্ণ বক্তব্য রাখছে তারা পতিত স্বৈরাচারের দোসর

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের তালতলী বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তিনি। 

রহমাতুল্লাহ বলেন, পতিত স্বৈরাচারের বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করে স্বৈরাচারকে দীর্ঘস্থায়ী করার অপ-তৎপরতায় লিপ্ত ছিল তারা। ১/১১ এর অগন্তান্ত্রিক সরকারের আমলে তারেক রহমান ষড়যন্ত্র  ও নির্যাতনের শিকার হয়ে মারাত্নকভাবে মৃত্যুর ঝুকিতে উপনিত হয়েছিলেন। তিনি গত ১৭ বছর দেশের বাইরে থেকেও এদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনের লাগাতার নেতৃত্ব দিয়েছেন। 

তিনি আরও বলেন, বিগত স্বৈরাচারের সময়ে নির্বাচনে যারা অংশ নিয়ে অবাধে সভা ও সমাবেশ করেছে তারাও স্বৈরাচারের দোসর। নিজেদেরকে তারা এখন অতি বিপ্লবী প্রমাণ করার জন্য এখন মিথ্যাচার করছে। তাদের এই মিথ্যাচারের ইতিহাস সম্পর্কে জাতি ভালভাবেই অবহিত। 

নাসের বলেন, ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হলে এসব রাজনৈতিক নেতারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না। এ কারনেই তারা জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্ত এদেশের মানুষ বিশেষ করে নতুন প্রজন্ম গত ১৫ বছর তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত সেকারণে জাতীয় নির্বাচন বাতিলে যারা ষড়যন্ত্র করছে তাদের এসব ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না।

শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেনের মুরাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন শায়েস্তাবাত ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জেলার সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন টিটু, যুগ্ন আহবায়ক শেখ শহিদুল ইসলাম সাজ্জাদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইলিয়াস আহমেদ, আসিফ আল মামুন, সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রুবেল হোসেন প্রমুখ।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে: দুদু
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে: দুদু
এনসিপির কাঁধে ভর করে ফসল ঘরে তুলল জামায়াত
এনসিপির কাঁধে ভর করে ফসল ঘরে তুলল জামায়াত
৭ দাবিতে ৩ দিনের কর্মসূচি দিয়েছে জাগপা
৭ দাবিতে ৩ দিনের কর্মসূচি দিয়েছে জাগপা