• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমান গণতন্ত্রকামী মানুষের প্রতীক: রিজভী

   ১৫ জুলাই ২০২৫, ০৪:০৪ পি.এম.
শহীদ পরিবারে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করলে ‘অনেক কিছু এসে পড়ে যাবে’। তিনি বলেন, তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা, যাকে দেখে দেশের ছাত্র-জনতা জুলাই-আগস্টের গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ‘জুলাই-আগস্ট ২০২৪ ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারে আর্থিক সহায়তা প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এ কথা বলেন।

তিনি বলেন,  ‘তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে নামবেন না। তাহলেই আপনাদের ওপর অনেক কিছু চলে আসবে। তিনি শুধু বিএনপির নেতা নন, এদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য একটি প্রতীক, একটি ধ্রুবতারা।’

তিনি আরও বলেন, ‘ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে “বিসমিল্লাহির রহমানির রাহিম” সংযোজন করেছিলেন। দেশের মানুষ জানে কারা ধর্মকে ভোটের বাজারে ব্যবহার করে।’

বর্তমান সরকারের বিষয়ে তিনি বলেন, ‘দেশে খাদ্যদ্রব্যের দাম আকাশছোঁয়া। কাঁচা মরিচ ৩০০-৪০০ টাকা কেজি। তবুও আমরা অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছি, কারণ ড. ইউনূস একজন সৎ মানুষ। শেখ হাসিনার মতো তিনি বিদেশে টাকা পাচার করেন না। বর্তমান সরকারের উচিত রমজানের আগেই নির্বাচনের ঘোষণা দেওয়া।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর কেন্দ্রীয় আহ্বায়ক আতিকুর রহমান রুমন। আরও বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা, জেলা আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, সাবেক সাধারণ সম্পাদক মো. উমর ফারুখ, উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান, আমরা বিএনপি পরিবারের সদস্যসচিব মোখছেদুল মমিন মিঠুন এবং জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।

অনুষ্ঠান শেষে কুড়িগ্রামের ১০ শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেন রিজভী। পরে তিনি কুড়িগ্রাম জেলা বিএনপির নতুন কার্যালয় পরিদর্শন করেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিআর পদ্ধতি চায় না বিএনপি: সালাহউদ্দিন
পিআর পদ্ধতি চায় না বিএনপি: সালাহউদ্দিন
পিআর নির্বাচন আটকানো বৈষম্য: জামায়াত
পিআর নির্বাচন আটকানো বৈষম্য: জামায়াত
মিছিলে অংশ নিতে গিয়ে পা ভাঙলেন ছাত্রদল নেত্রী
মিছিলে অংশ নিতে গিয়ে পা ভাঙলেন ছাত্রদল নেত্রী