• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জুলাই আন্দোলনের ১০ শহীদ পরিবারকে বিএনপির আর্থিক অনুদান

   ১৫ জুলাই ২০২৫, ০২:৩৪ পি.এম.
জুলাই আন্দোলনের ১০ শহীদ পরিবারকে বিএনপির আর্থিক অনুদান

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে জুলাই ছাত্র-জনতার আন্দোলনে ১০ শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে বাংলাদেশ  জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার(১৫ জুলাই) কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে, আমরা বিএনপির পরিবার আয়োজিত জুলাই নিহত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মোঃ আতিকুর রহমান রুমন, আহবায়ক আমরা বিএনপি পরিবার। প্রধান অতিথি ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ন-মহাসচিব জনাব, অ্যাড. রুহুল কবির রিজভী।

অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক, মোঃ মোস্তাফিজুর রহমান (মোস্তফা) সদস্য সচিব, আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, সদর উপজেলা বিএনপির আহবায়ক
আলহাজ্ব মাহবুবার রহমান, সদস্য সচিব, আবু হানিফ বিপ্লব পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, আব্দুল আলীম,সদস্য সচিব,সি:যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রানা।

আরও উপস্থিত ছিলেন, যুবদলের সদস্য সচিব, নাদিম আহমেদ, সিঃসহ-সভাপতি নাসিম পারভেজ তারা, সহ সভাপতি মাসুদ রানা বাবু, সহ সভাপতি ফারুক আহমেদ স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, আরমান হোসেন সদস্য সচিব ইদ্রিস আলী কৃষক দলের আহবায়ক রিপন রহমান সহ জেলা ছাত্রদলের সভাপতি  আমিমুল ইহসান যুগ্ন আহ্বায়ক বিপুল আহমেদ,যুগ্ন আহবায়ক সোহেল রানা,দপ্তর সম্পাদ ইকবাল রাব্বি, মোঃ নাজমুল ইসলাম (ইমন) সহ প্রমুখ।

অনুদান গ্রহণ করতে আসা শহীদ আশিকের ছোট ভাই আতিকুর কান্নাজড়িত কণ্ঠে বলেন, আশিক  ছিল আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান। তাকে হারিয়ে আমরা দিশেহারা।  বিএনপির এই সহযোগিতা আমাদের মতো অসহায় পরিবারের জন্য কিছুটা হলেও স্বস্তি আনবে। কিন্তু উপজেলা প্রশাসন থেকে কোনো খোঁজ কেউ নেয়নি।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যাড.রুহুল কোবির  রিজভী  বলেন, এই শহীদ পরিবারগুলো শুধু বিএনপির নয়, পুরো জাতির সম্পদ। যে কোনো প্রয়োজনে বিএনপি তাদের পাশে আছে এবং থাকবে। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে এ শহীদদের ‘বীর’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে কুড়িগ্রামে ১০ জন তরুণ প্রাণ হারিয়েছেন।  তাদের পরিবারকে অনুদান দেওয়া হয়েছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে। আমরা এই পরিবারগুলোর পাশে থাকব এবং তাদের দুঃখ-কষ্ট লাঘবে আন্তরিকভাবে কাজ করে যাব। শহীদ পরিবারগুলোর পাশে থেকে ভবিষ্যতেও বিএনপির সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবয়াসী আটক
বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবয়াসী আটক
দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
রাজশাহী রেলস্টেশনে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক
রাজশাহী রেলস্টেশনে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক