• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ষড়যন্ত্র করে কোন লাভ হবে না: কামরুল হুদা

   ১৪ জুলাই ২০২৫, ০৯:৪০ পি.এম.

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কামরুল হুদা বলেছেন, দেশের মানুষ গত ১৭ বছর ভোট দিতে পারে নাই। আজকে ৩০ বছর ও ৩৫ বছরের যুবকরা জানে না কিভাবে ভোট দিতে হয়। মানুষ ভোট দেয়ার জন্য মুখিয়ে আছে। উম্মুখ হয়ে আছে, আমরা ভোট চাই। ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করতে চাই। বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করতে চাই। সুতরাং ষড়যন্ত্র করবেন না। ষড়যন্ত্র করে কোন লাভ হবে না।  
তিনি আরও বলেন, চৌদ্দগ্রাম থেকে ষড়যন্ত্র হয়। তারেক রহমানের নির্দেশ আসার ১২ ঘন্টার ব্যবধানে আমরা মিছিল করলাম। আমরা দেখিয়ে দিলাম সারা বাংলাদেশকে যে, আমরা পারি। দুই ঘন্টার ব্যবধানে জামায়াত-শিবিরকে উৎখাত করতে পারি আমরা। ষড়যন্ত্র করিও না, ষড়যন্ত্র করবা আমরাই যথেষ্ট। চৌদ্দগ্রামে আসতে পারবা না। 

আমরা যদি চৌদ্দগ্রামে অবাঞ্চিত ঘোষণা করি, চৌদ্দগ্রামের মাটি তোমাকে গ্রহণ করবে না। সুতরাং সাবধান। আমাদের নেতা নিয়ে কটাক্ষ করতে সাবধান, আমাদের দল নিয়ে কটাক্ষ করবেন না সাবধান করে দিচ্ছি। আজকে সারা বাংলাদেশে বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে, তারা মব সৃষ্টি করছে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিশ^বিদ্যালয়ে তাদের নেতাকর্মীদের দিয়ে মব সন্ত্রাস করাচ্ছে। সারা বাংলাদেশে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করাচ্ছে। ১১ তারিখ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব যখন বললেন, জামায়াতের সাথে জোট করার কোন সুযোগ নাই। তখন থেকেই মাথা খারাপ, বিএনপির আনুকুল্য না থাকলে আমি এমপি হতে পারবো না। তাহলে আপনারা সন্ত্রাসী সংগঠন। সন্ত্রাস শুরু করে দিয়েছেন। সারাদেশে মবের নামে মব সন্ত্রাস করছেন। 

তিনি সোমবার বিকেলে মব সন্ত্রাস এবং ফ্যাসিবাদীদের পূর্ণবাসন ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার প্রত্যয়ে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপিসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এরআগে তাঁর নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির আহবায়ক জিএম তাহের পলাশী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তু, সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, যুগ্ম আহবায়ক আ.ন.ম সলিমুল্লাহ টিপু, সাহাব উদ্দিন লাল্টু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হারুন অর রশীদ মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুন্নবী পাটোয়ারী, গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, পৌরসভা যুবদলের আহবায়ক মোঃ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খোরশেদ আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল, মহিলাদল, তৃণমূল দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে বিজিবির অভিযান ৬৫ বোতল ভারতীয় মদসহ অটো ভ্যান গাড়ী আটক
সীমান্তে বিজিবির অভিযান ৬৫ বোতল ভারতীয় মদসহ অটো ভ্যান গাড়ী আটক
টাঙ্গাইলে শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত
টাঙ্গাইলে শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত
শ্রীপুরের রাব্বির লাশ তুলতে দেয়নি পরিবার
শ্রীপুরের রাব্বির লাশ তুলতে দেয়নি পরিবার