• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুড়িগ্রামে মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ করেন ডিসি

   ১৪ জুলাই ২০২৫, ০৯:০৬ পি.এম.
কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা

কুড়িগ্রাম প্রতিনিধি

মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ ও কুড়িগ্রামে নিউ টাউন পার্ক জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন পুকুর সহ বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। 

সোমবার (১৪ জুলাই) বিকাল ৫ টায় আনুষ্ঠানিক ভাবে এই মাছের পোনা অবমুক্ত করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম কুদরত-খুদা, কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক মোঃ আসাদুজ্জামান,এলজিইডি কুড়িগ্রাম'র নির্বাহী প্রকৌশলী মোঃ ইউনুস আলী,সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন, এনডিসি মেসবাহ্ উদ্দিন, পিপি এ্যাড. মোঃ বজলুর রশিদ, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এড.শাহনাজ বেগম,বিএনপি নেতা মোঃ জহুরুল আলম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক মোঃ আব্দুল আজিজ নাহিদ, জেলা বিএনপির সদস্য আবু দারদা হেলাল সহ জেলা প্রশাসন,উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।  

এ উপলক্ষে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, দেশে মাছের ঘাটতি পূরণ করতে জেলার জলাশয় এবং পুকুর গুলোতে মৎস চাষ বাড়াতে হবে,এতে মানুষের চাহিদা পূরণের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে, মৎস চাষে উৎসাহ যোগাতে জেলার মৎস্যজীবীদের সহযোগিতা প্রদান  প্রদান করা হবে।

উল্লেখ্য ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর অর্থায়নে কুড়িগ্রাম সদর উপজেলায় মাছের আবাসস্থল পুনরুদ্ধার করে পরিবেশ বান্ধব মাছ চাষের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  একই সাথে  মাছের পোনা বিতরণ কর্মসূচির শুভ উদ্ধোধন করেন জেলা প্রশাসক। এই কর্মসূচির অংশ  থেকে রুই,মৃগেল,কাতল সহ কাব প্রজাতির মাছের পোনা  নিউ টাউন পার্ক পুকুরে অবমুক্ত  করা হয়েছে। পরে ২৬ জন মাছ চাষিদের মাঝে ৭ কেজি করে বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিতরণ করা হয়।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে বিজিবির অভিযান ৬৫ বোতল ভারতীয় মদসহ অটো ভ্যান গাড়ী আটক
সীমান্তে বিজিবির অভিযান ৬৫ বোতল ভারতীয় মদসহ অটো ভ্যান গাড়ী আটক
টাঙ্গাইলে শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত
টাঙ্গাইলে শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত
শ্রীপুরের রাব্বির লাশ তুলতে দেয়নি পরিবার
শ্রীপুরের রাব্বির লাশ তুলতে দেয়নি পরিবার