• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যে বিএনপিকে ভালবাসি সে বিএনপি ফিরে আসুক-আসিফ

   ১৩ জুলাই ২০২৫, ০৯:০৩ পি.এম.
কণ্ঠশিল্পী আসিফ। ছবি-সংগৃহীত

ভিওডি বাংলা ডেস্ক

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ বিএনপিকে নিয়ে তার ভেরিফাইড ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি'র মিডিয়া সেলের পারফরমেন্স হিমাঙ্কের নীচে, তাদের এই দারিদ্র‍্য অতীতের মত দলকে ভোগাতেই থাকবে।

তিনি আরও বলেন, সব সাংগঠনিক জেলার শীর্ষ বিএনপি নেতারা চাঁদাবাজদের চেনে। বিভিন্ন মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ‍্যমে একসঙ্গে এদের সাংগঠনিক ছবিও পাওয়া যাবে। ওখান থেকেই শুরু হোক শুদ্ধি অভিযান। অতীতে কেন্দ্রের মনোনয়ন ও পদ বানিজ‍্যের কারণে বিএনপি'তে ধনাঢা ব‍্যবসায়ীরা ঢুকে গেছে। এই ব‍্যবসায়ীদের মাসলম‍্যানরাই মূলত চাঁদাবাজ এবং দলীয় পদধারী। 

বিএনপি'র মত বৃহৎ রাজনৈতিক দলে ঘুরে ফিরে সব জায়গায় একই চেহারা দেখা যায়, যেমন পুলিশে দেখা যেত বেনজীর, ডিবি হারুন, বিপ্লব, মনিরুল, মেহেদীদের। প্রশ্ন জাগে- বিএনপি কি সিন্ডিকেটের খপ্পরে নাকি নেতৃত্ব সঙ্কটে !! সাংগঠনিক যোগ‍্যতা ছাড়াই এমপি মন্ত্রীর ছেলে মেয়ে এমপি হতে থাকলে তৃণমূল থেকে নেতৃত্ব আসবে না। এই সামন্তবাদী প্রথা থেকে বিএনপি'কে বের হতে হবে। 

আসিফ বলেন, শহীদ জিয়া'র বিএনপি ছিল সাধারন মানুষের পার্টি, এই দলকে প্রাইভেট ক্লাবে পরিণত করা হয়েছে সিন্ডিকেটের মাধ‍্যমে। এজন‍্যই বারবার দেশী বিদেশী ষড়যন্ত্রের শিকার হয় বিএনপি।পতিত ফ‍্যাসিস্টের সাথে মার্চ করা ব‍্যবসায়ীরা এখন পলাতকদের অ‍্যাকাউন্টেন্ট। অর্থ‍্যাৎ চোরের মাসতুতে ভাই এখন বিএনপি'র ব‍্যবসায়ী নেতাদের বড় অংশ। তারাই ক্ষমতাশালী। যে বিএনপি'কে ভালবাসি সে বিএনপি ফিরে আসুক।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্য অপরিহার্য: ডা. মওদুদ
ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্য অপরিহার্য: ডা. মওদুদ
সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহিতার পথে প্রথম পদক্ষেপ: প্রেস সচিব
সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহিতার পথে প্রথম পদক্ষেপ: প্রেস সচিব
বিএনপি সর্বদা সন্ত্রাস দমনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত: মাহদী আমিন
বিএনপি সর্বদা সন্ত্রাস দমনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত: মাহদী আমিন