শহীদ জিয়া ও তারেক রহমানকে অবমাননার ঘটনায় জিয়া পরিষদের নিন্দা


ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবমাননার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিএনপি পন্থী শিক্ষক সংগঠন জিয়া পরিষদ।
রবিবার (১৩ জুলাই) জিয়া পরিষদ ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান তারা। বিবৃতিতে ঘটনার তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে সরকার বরাবর ৩ দফা দাবি পেশ করা হয়।
এছাড়া বিবৃতিতে আরও বল বলা হয়েছে, জিয়া পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা মনে করে- এই ঘটনা শুধু একজন জাতীয় বীর ও রাজনৈতিক ব্যক্তিত্বকে অবমাননার মধ্যে সীমাবন্ধ নয়, বরং এটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের মর্যাদার উপর নির্লজ্জ আঘাত। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মহান ঘোষক এবং একজন জাতীয় বীর। অপরদিকে তারেক জিয়া এই মুহূর্তে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ দিকপাল। তাঁদের প্রতি এমন অসম্মান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে সরকারের কাছে উপস্থাপিত দাবি সমূহ হলো, দ্রুত ঘটনার নিরপেক্ষ তদন্ত করা, দোষীদের চিহ্নিত করে সংশ্লিষ্ট আইনে শাস্তির আওতায় আনা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে রাজনৈতিক সহনশীলতা ও ইতিহাসের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখার পরিবেশ নিশ্চিত করা।
নেতৃবৃন্দ আরও বলেন, জিয়া পরিষদ দেশবাসী ও সর্বস্তরের জাতীয়তাবাদী জনতাকে আহ্বান জানায়-এমন অপচেষ্টা ও অপসংস্কৃতির বিরুদ্ধে আপনারা সকলেই সোচ্চার হোন এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকুন।
প্রসঙ্গত, সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননার একটি ভিডিও নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।
ভিওডি বাংলা/ এমএইচ
ইবিতে ফলিত রসায়ন ও কেমিকৌশল ডিবেটিং ক্লাবের নেতৃত্বে নূর, হামিদ
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সদ্য প্রতিষ্ঠিত ফলিত রসায়ন ও …

নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘৩য় আন্তর্জাতিক নাট্যোৎসব ’
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
‘বিশ্ব মঞ্চে মানবতার জয়গান, যুদ্ধ নয়; শিল্পে …
