হাবিব-উন-নবী খান সোহেলের মন্তব্য
‘খুনিদের যারা দলে নিয়েছে তাদের আগে বহিষ্কার করা উচিত’


নেত্রকোণা প্রতিনিধি
ব্যবসায়ী সোহাগকে মিটফোর্ড হাসপাতালে যেভাবে পাথর ছুড়ে হত্যা করা হয়েছে, ঠিক সেভাবেই খুনিদের মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। একইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন— যে রাজনৈতিক নেতারা খুনিদের দলে নিয়েছেন, তাদের আগে বহিষ্কার করা উচিত।
শনিবার (১২ জুলাই) নেত্রকোণার কলমাকান্দা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হাবিব-উন-নবী খান সোহেল এসব কথা বলেন।
তিনি বলেন, মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে যেভাবে নির্মমভাবে ইট মেরে হত্যা করা হয়েছে, সেই খুনিদের শুধু ফাঁসি নয়— তাদের ঠিক সেই পদ্ধতিতে ইট মেরে মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। এমন অপরাধীদের দলে নেওয়া নেতাদেরও দল থেকে বহিষ্কার করতে হবে।
সোহেল বলেন, এখন আমাদের দিকেও আঙুল তোলা হচ্ছে— এটা স্বাভাবিক। এমনকি জামায়াতও এখন মুখ খুলছে। জামায়াতের আমির সম্প্রতি বলেছেন, ১৯৪৭ থেকে এখন পর্যন্ত কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখিত— কিন্তু একাত্তরের কথা কি তার মুখে উচ্চারিত হয় না? একাত্তরের অপরাধ কি তারা স্বীকার করে না?
তিনি আরও বলেন, আরেক জামায়াত নেতা বলেছেন— ৭১ আর রাজাকার কার্ড ব্যবহার করে কোনো সুবিধা পাওয়া যাবে না। আমরা কি ভুলে গেছি একাত্তরে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছিল? সেইসব অপরাধের দায় স্বীকার না করে ভোট চাওয়া কীভাবে চলে?
হাবিব-উন-নবী খান সোহেল জোর দিয়ে বলেন, বিএনপি চাঁদাবাজদের আশ্রয় দেয় না। যারা অপকর্ম করে তারা দলের কেউ নয়। জিয়াউর রহমান আমাদের নেতা— তিনি দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধে একশতে একশ। তাকে নিয়ে আমরা গর্ব করি।
দ্বিবার্ষিক সম্মেলনে এম এ খায়েরকে সভাপতি ও সাইদুর রহমান ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে কলমাকান্দা উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জেলা আহ্বায়ক আনোয়ারুল হকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
ভিওডি বাংলা/ডিআর
এনসিপির কেন্দ্রীয় নেতার চাঁদাবাজির অভিযোগ, ভিডিও ভাইরাল
হাসিনার পতনের পর থেকে দেশজুড়ে চাঁদাবাজি নিয়ে ব্যাপক সোচ্চার দেখা …

সেনানিবাসের অভ্যন্তরে হিন্দুস্থানী সামরিক কর্তা কেন: রাশেদ প্রধান
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান …

তারেক রহমানকে নিশ্চিহ্ন করার চক্রান্ত হচ্ছে: মির্জা ফখরুল
জ্যেষ্ঠ প্রতিবেদক
‘জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে …
