• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অপু বিশ্বাস

   ১৩ জুলাই ২০২৫, ০২:৫৫ পি.এম.
অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত

আদালত প্রতিবেদক

রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় ঢাকার আদালতে আত্মসমর্পণ করেছেন চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস। আদালত তাকে ১০ হাজার টাকার মুচলেকায় জামিন দিয়েছেন।

চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস রোববার (১৩ জুলাই) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তাকে জামিন দেন।

এর আগে, ১০ জুলাই হাইকোর্ট থেকে পাওয়া ছয় সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষ হয়ে আসায় তিনি জামিন নামা দাখিল করেন এবং আত্মসমর্পণের প্রস্তুতির কথা জানান। সেই অনুযায়ী আজ তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১৯ জুলাই ঢাকার ভাটারা থানার সামনে ‘জুলাই আন্দোলন’-এর সময় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হলে এনামুল হক নামে এক ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হন। পরে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০০-৪০০ জনকে আসামি করে ঢাকার সিএমএম আদালতে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

ওই মামলায় অপু বিশ্বাস ছাড়াও অভিনেত্রী আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ মোট ১৭ জন তারকাকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, তারা বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে ক্ষমতাসীন দলের পক্ষে অর্থ ও সমর্থন দিয়েছেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঋণ জালিয়াতির মামলায় কারাগারে আবুল বারকাত
ঋণ জালিয়াতির মামলায় কারাগারে আবুল বারকাত
১৮ বিচারককে অবসরে পাঠিয়েছে সরকার
১৮ বিচারককে অবসরে পাঠিয়েছে সরকার
রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন
রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন