• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কতিপয় দল বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে: আযম খান

   ১২ জুলাই ২০২৫, ০৮:৩০ পি.এম.
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। চবি-সংগৃহীত

পাবনা প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, বিএনপিতে চাঁদাবাজ, খুনি ও ডাকাতের কোনো ঠাঁই নেই। কতিপয় দু-একটি দল বিএনপির বিরুদ্ধে নানা কুৎসা রটিয়ে বিতর্কিত করার চেষ্টা করছে। লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলে নির্বাচন বিলম্ব করার ষড়যন্ত্রও করছে তারা।

শনিবার (১২ জুলাই) বিকালে পাবনার চাটমোহর বালুচর মাঠে পাবনা-৩ আসনের নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত কৃষিবিদ হাসান জাফির তুহিনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আযম খান বলেন, আসলে মাঠ তো এখন লেভেল প্লেয়িং ফিল্ডে ভরা। আপনারা যখন ক্ষমতায় যাবেন তখন লেভেল প্লেয়িং ফিল্ড হবে নাকি। ওসব না বলে নির্বাচনে আসুন। আপনারা বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছেন। বিএনপির নামে যদি কেউ চাঁদাবাজি করে তাহলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হচ্ছে। ওই সব দলকে বলব আপনারা ঘোলা পানিতে মাছ শিকার করবেন না।

তিনি হাসান জাফির তুহিনকে উদ্দেশ্য করে বলেন, গণঅভ্যুত্থানের মহানায়ক তারেক রহমান পাবনা-৩ আসনে আমার কাছে মধুর একটি উপহার দিয়ে পাঠিয়েছেন। যেটা আমি আপনাদের আজকে উপহার দিতে আসছি। বিষ্ময় সেই বালকের নাম হাসান জাফির তুহিন। অসংখ্য ছাত্রদের নেতৃত্ব দিয়েছেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায়। একদিন বাংলাদেশকে জয়ী করবে তুহিন। তাকে সেবক হিসেবে আপনাদের কাছে রেখে দিয়ে গেলাম। আগামীতে বিপুল ভোটে তাকে ধানের শীষের এমপি নির্বাচন করবেন।

কেন্দ্রীয় কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, দলের নির্দেশনা পেয়ে ধানের শীষ নিয়ে এখানে এসেছি। যারা মান অভিমান করে আছেন, তাদের হাতজোড় করে বলব, আসুন আমরা সবাই এক পতাকা তলে এসে ধানের শীষকে জয়ী করি। এখানে কোনো নিকট আত্মীয় নেই, নেই কোনো ভাইবোন। আপনারা কি ভাইবোন হতে রাজি আছেন। আগামী নির্বাচনে আপন ভাইয়ের মতো পাশে থাকবেন। আগামীতে আমিও আপন ভাইয়ের মতো আপনাদের পাশে থাকব। আমাদের নেতাকর্মী যারা বাড়িতে ঘুমাতে পারেননি, ব্যবসা করতে পারেননি। অসহ্য নির্যাতন সহ্য করেছেন, আমি যদি ধানের শীষে জয়ী হতে পারি। তাহলে বুক ফুলিয়ে এ অঞ্চলে রাজনীতি করব।

এর আগে দুপুর থেকে পাবনা-৩ আসনের চাটমোহর ,ভাঙ্গুড়া, ফরিদপুরের বিভিন্ন ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বালুচর মাঠের সমাবেশস্থলে মিলিত হোন নেতাকর্মীরা। ব্যানার ফেস্টুন ও প্লেকার্ড সম্বলিত ধানের শীষের শ্লোগানে শ্লোগানে মুখর হয় পুরো শহর।

চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, কৃষকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন, পাবনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আহমেদ মোস্তফা নোমান, জাসাসের আহবায়ক খালেদ হোসের পরাগ, কৃষকদলের পাবনা জেলা সভাপতি আবুল হাশেমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ পাবনা-৩ আসনের সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিডফোর্ডের হত্যাকাণ্ড আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে -শায়খে চরমোনাই
মিডফোর্ডের হত্যাকাণ্ড আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে -শায়খে চরমোনাই
আগামী নির্বাচনে বিএনপিকে নিষিদ্ধ করতে হবে: আল-মাদানী
আগামী নির্বাচনে বিএনপিকে নিষিদ্ধ করতে হবে: আল-মাদানী
সোহাগ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জবি ছাত্রদলের বিক্ষোভ
সোহাগ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জবি ছাত্রদলের বিক্ষোভ