বিএনপি সর্বদা সন্ত্রাস দমনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত: মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, ‘সন্ত্রাস দমনে অন্তর্বর্তী সরকারকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে বিএনপি সর্বদা প্রস্তুত। জননিরাপত্তা ও যেকোনো নাগরিকের সুরক্ষার প্রশ্নে কোনো আপস নেই।’
শুক্রবার (১১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে এসব কথা উল্লেখ করেন তিনি।
ড. মাহদী আমিন লেখেন, ‘সন্ত্রাসীর কোনো আদর্শ নেই, কোনো রাজনীতি নেই। যেকোনো অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী গ্রেফতার নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’
তারেক রহমানের উপদেষ্টা লেখেন, ‘দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রতিটি অপরাধীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে — এটাই বিএনপির নীতি।’
তিনি লেখেন, ‘একই সাথে, রাষ্ট্রযন্ত্রকে হতে হবে কঠোর। ফিরিয়ে আনতে হবে আইনের অনুশাসন, প্রতিষ্ঠা করতে হবে সামাজিক স্থিতিশীলতা।’
ভিওডি বাংলা/ডিআর
ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্য অপরিহার্য: ডা. মওদুদ
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল …

সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহিতার পথে প্রথম পদক্ষেপ: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সায়মা ওয়াজেদের অনির্দিষ্টকালের …
