• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাথর মেরে মানুষ হত্যার ঘটনায় জাতি স্তম্ভিত

নিজস্ব প্রতিবেদক    ১১ জুলাই ২০২৫, ০৮:০২ পি.এম.
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, পুরান ঢাকার এক ভাঙারি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে না পেয়ে যুবদলের সন্ত্রাসী কর্তৃক পাথর মেরে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় পুরো জাতি আজ স্তম্ভিত ও বাকরুদ্ধ। সোহাগ হত্যার ভিডিও কতটা ভয়াবহ, নির্মম ও নিষ্ঠুর তা ভাষায় ব্যক্ত করার মতো নয়। যুবদলের সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ডের মাধ্যমে জাতিকে কী মেসেজ দিতে চায় তা খোদ বিএনপিকেই পরিস্কার করতে হবে। 

শুক্রবার (১১ জুলাই) বিকাল ৩টায় আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নগর ও থানা দায়িত্বশীলের যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, যারা দিনেও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিভোর সেই ক্ষমতাপ্রেমি বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষমতায় গিয়ে কী করবে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পৈশাচিক কায়দায় হত্যার মধ্য দিয়ে তা স্পষ্ট হয়েছে। আমরা এ জঘন্য, নারকীয় হত্যার তীব্র নিন্দা, কঠোর প্রতিবাদ ও ধিক্কার জানাই। সেই সাথে সোহাগ হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্যে প্রশাসনের প্রতি জোর দাবি জানাই।

মাওলানা ইমতিয়াজ বলেন, ২৮ জুন ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের পর দেশের বিভিন্ন জায়গায় বিএনপির সন্ত্রাসীরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের ওপর হামলার খবর পাওয়া যাচ্ছে। যা কেবল ফ্যাসিবাদ হাসিনা ও আওয়ামী লীগের চরিত্রের বহিঃপ্রকাশ। 

তিনি বলেন, পুরান ঢাকার ভিডিও আওয়ামী ফ্যাসিবাদ কর্তৃক নির্মম হত্যাযজ্ঞ থেকে কোনো অংশে কম নয়। বিএনপি যদি তাদের সন্ত্রাসীদের থামাতে ব্যর্থ হয় তাহলে এর পরিণাম শুভ হবে না।

যৌথসভায় বক্তব্য রাখেন, আলহাজ আলতাফ হোসাইন, আলহাজ আবদুল আউয়াল, কেএম শরীয়াতুল্লাহ, আলহাজ ফজলুল হক মৃধা, আলহাজ নজরুল ইসলাম খোকন প্রমুখ। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক মাসে যত টাকা পেল এনসিপি
এক মাসে যত টাকা পেল এনসিপি
কতিপয় দল বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে: আযম খান
কতিপয় দল বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে: আযম খান
গণতন্ত্রের প্রথম পদক্ষেপ হচ্ছে নির্বাচন- মির্জা ফখরুল
গণতন্ত্রের প্রথম পদক্ষেপ হচ্ছে নির্বাচন- মির্জা ফখরুল