• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাবনা-৩ এলাকার গ্রহণযোগ্য ত্যাগী নেতাকে মনোনয়নের দাবি রাজার

   ১১ জুলাই ২০২৫, ০৭:১৮ পি.এম.
হাসানুল ইসলাম রাজা

পাবনা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাসানুল ইসলাম রাজা বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়নি। নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেয়া অনেক দেরী। তফসিল ঘোষণার পর দলীয় মনোনয়ন বোর্ড মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে থেকে দলীয় প্রার্থী চূড়ান্ত ঘোষণা করা হবে। আমি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। দলীয় নীতি নির্ধারকগণ আমাদের চেয়ে অনেক জ্ঞানী প্রজ্ঞাবান দায়িত্বশীল। তারা মাঠ পর্যায়ে জরিপ করবেন। সাধারণ মানুষ কি চায় সেটি গুরুত্বের সাথে পর্যালোচনা করবেন৷ পাবনা-৩ আসনে অনেক ত্যাগী মনোনয়ন প্রত্যাশী নেতা আছেন। তাদের মধ্য থেকে সবচেয়ে গ্রহণযোগ্য নেতাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কান্ডারী হিসেবে চূড়ান্ত করবেন এবং সেই হিসেবে পাবনা-৩ এলাকার প্রার্থীদেরকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে বিশ্বাস করি। 

শুক্রবার (১১ জুলাই) বিকেলে পাবনার ফরিদপুরে মোটরসাইকেল শোডাউন ও পথসভা শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

এর আগে ঢাকা থেকে সড়কপথে সিরাজগঞ্জের বাড়াবাড়ি এলাকায় এসে পৌঁছান এই বিএনপি নেতা ৷ এ সময় পাঁচ শতাধিক মোটরসাইকেল বহরে নিয়ে নেতাকর্মী সমর্থকরা তাকে গ্রহন করেন। সেখান থেকে মোটরসাইকেল শোডাউন নিয়ে ডেমরা, ফরিদপুর, ভেড়ামারা, ভাঙ্গুড়া, জারদিস মোড় ও চাটমোহরে মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পথসভায় বক্তব্য দেন।

হাসানুল ইসলাম রাজা সাংবাদিকদের বলেন, পাবনা-৩ এলাকা আমার অস্তিত্ব, এই এলাকার মানুষ আমার অস্তিত্ব। তাদের এই অস্তিত্বের স্বার্থে আমি ৩০ দফা তুলে ধরেছি। যার মাধ্যমে সমাজের অসহায় অবহেলিত মেহনতি সুবিধা বঞ্ছিত মানুষের সকল সুবিধা ও উন্নয়নের চিত্র তুলে ধরা হয়েছে৷ আমি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে পাবনা-৩ এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আগামীতেও তাদের পাশে থাকবো।

পাবনা-৩ আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটের উপজেলা চাটমোহরের শতকরা ৯০ জনেরও বেশি মানুষ আমার পক্ষে কথা বলছেন দাবি করে এই নেতা বলেন, কে মনোনয়ন পাবেন সেটি দলের নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নেবেন৷ সামনে এখনও অনেক সময়। এটা নিয়ে এখনই ভাবার কোনো প্রশ্ন আসে না।
 
বিভিন্ন পথসভায় রাজা বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও পাবনা-৩ এলাকায় কাঙ্খিত উন্নয়ন হয় নাই। কারণ ইতিপূর্বে যেসব এমপিরা ছিলেন তাদের অধিকাংশই বাইরের এমপি। পাবনা-৩ এর মাটি মানুষের সঙ্গে তাদের কোনো কমিটমেন্ট ছিলনা, বিধায় এই এলাকায় ন্যুনতম উন্নয়ন অগ্রগতি হয়নি। তাই আপনারা ঘরে ঘরে আওয়াজ তুলুন আমাদের স্বার্থে আমরা পাবনা-৩ এলাকা থেকে এই এলাকার নেতাকে এমপি হিসেবে দেখতে চাই। আমরা বহিরাগত কাউকে এমপি হিসেবে মানবো না। 

রাজা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যেমন একশ্রেণীর মানুষ দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজেদের ব্যক্তি স্বার্থে পাকিস্তানীদের সাথে হাত মিলিয়েছিল। ঠিক তেমনি ২০২৫ সালে এসে আমি পাবনা-৩ আসনে আরেক মুক্তিযুদ্ধের সম্সুখীন হয়েছি। যেখানে পাবনা-৩ এলাকার অসংখ্য নেতাকর্মী তাদের কমিটমেন্ট থেকে সরে গিয়ে এই এলাকার মানুষের কথা না ভেবে তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার চিন্তা করছে। তাই যেহেতু আমি এই এলাকার সন্তান। তাই এখানকার মানুষের কল্যানের স্বার্থে আমি আমৃত্যু কাজ করে যাবো ইনশাআল্লাহ। 

শোডাউন ও পথসভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাটমোহর পৌর বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক জহুরুল ইসলাম মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল করিম, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস মোল্লা, মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি রেজাউল করিম বাবু, ফৈলজানা ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম মাস্টার, বিএনপি নেতা মোবারক হোসেন, যুবদল নেতা আলামিন তালুকদার৷ ডিভিগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম সহ অনেকে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির মহাসচিবের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
বিএনপির মহাসচিবের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
স্বৈরাচারী ব্যবস্থা যেন ফিরে না আসে: বদিউল আলম
স্বৈরাচারী ব্যবস্থা যেন ফিরে না আসে: বদিউল আলম
পাথর মেরে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ঝালকাঠি জেলা জুড়ে বিক্ষোভ
পাথর মেরে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ঝালকাঠি জেলা জুড়ে বিক্ষোভ