• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

ক্ষুব্ধ সালাহউদ্দিন বললেন, বিএনপি কি পাঁচ নম্বর দল

   ১০ জুলাই ২০২৫, ০৯:৩৯ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি- সংগৃহীত

রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে গণমাধ্যমের সামনে বক্তব্য রাখার সিরিয়াল নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১০ জুলাই ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের ১১তম দিনের অধিবেশন শেষে এ ঘটনা ঘটে।

সাধারণত ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে প্রথমে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। এরপর বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতারা গণমাধ্যমের সামনে কথা বলেন।

অন্যান্য দিনের ন্যায় আজও কমিশনের বৈঠক শেষে প্রথমে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ ব্রিফ করেন। এরপর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সংবাদ সম্মেলনে বক্তব্য শুরু করেন। এ সময় পাশেই দাঁড়িয়ে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

জোনায়েদ সাকির পরপরই সংবাদ সম্মেলনে বসে পড়েন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন।

আশরাফ আলীর সংবাদ সম্মেলন শুরুর আগে পাশ থেকে সালাহউদ্দিনকে সংবাদ সম্মেলনে বসার আহ্বান জানান বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। কিন্তু ততক্ষণে ইসলামী আন্দোলনের নেতা গণমাধ্যমের সামনে কথা বলা শুরু করেন।

তখন পাশ থেকে সালাহউদ্দিন বলেন, ‘পীর সাহেবকে কেউ ডিস্টার্ব কইরেন না।’ এরপর ক্ষুব্ধ সালাহউদ্দিন সংবাদ সম্মেলন না করেই রুম থেকে বেরিয়ে নিজের গাড়ির সামনে চলে যান।

গাড়িতে ওঠার সময় কয়েকজন সাংবাদিক সংবাদ সম্মেলনে আসার আহ্বান জানালে সালাহউদ্দিন বলেন, ‘এখানে তো তোমরা সিরিয়ালই দিচ্ছ না, ছোট ছোট দল বসে পড়ে, এটা কোনো কথা? আমি চলে যাচ্ছি।’

তখন আবারও আহ্বান জানালে সালাহউদ্দিন বলেন, ‘বিএনপি কি পাঁচ নম্বর দল? পাঁচ নম্বরে গিয়ে কথা বলতে হবে।’

সাংবাদিক ও দলীয় কয়েকজন নেতাকর্মীর আহ্বানে সাড়া দিয়ে অবশেষে ব্রিফিং কক্ষে সিপিবির সাধারণ সম্পাদক রুহীন হোসেন প্রিন্সের পাশে গিয়ে বসেন তিনি। এ সময় প্রিন্স বলেন, ‘আমি তো মনে করেছি চলে গেছেন।’

উত্তরে সালাহউদ্দিন বলেন, ‘এটা কোনো কথা, বিএনপি কি পাঁচ নম্বর দল? সবার আগে তারা গিয়ে বসে পড়ে?’

পাশে দাঁড়িয়ে থাকা জামায়াতে ইসলামীর নেতা হামিদুল ইসলাম আজাদ সংবাদ সম্মেলন শুরু করেন। পাশে থাকা এলডিপির সাধারণ সম্পাদক হাসান সারওয়ার্দী ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানও সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিতে থাকেন।

তখন সাংবাদিকরা উচ্চ স্বরে সালাহউদ্দিন আহমেদকে সংবাদ সম্মেলনে আসার আহ্বান জানান। তাদের আহ্বানে সাড়া দিয়ে ওই দুই নেতা উঠে পাশে দাঁড়ান। এরপর বিএনপির এই নেতা বক্তব্য শুরু করেন।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে: দুদু
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে: দুদু
এনসিপির কাঁধে ভর করে ফসল ঘরে তুলল জামায়াত
এনসিপির কাঁধে ভর করে ফসল ঘরে তুলল জামায়াত
৭ দাবিতে ৩ দিনের কর্মসূচি দিয়েছে জাগপা
৭ দাবিতে ৩ দিনের কর্মসূচি দিয়েছে জাগপা