• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

টাঙ্গাইলে বিএনপির প্রার্থী ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন

   ১০ জুলাই ২০২৫, ০৬:১৪ পি.এম.
বিএনপির প্রার্থী ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়নপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেন টাঙ্গাইল জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দীর্ঘদিনের সক্রিয় নেতা খন্দকার আহমেদুল হক সাতিল।

তিনি বলেন- বর্তমান সময়টি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাজনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার একটি মোক্ষম সময়। আমরা তরুণ প্রজন্মের জাগরণ, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে একটি সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদেরকে এগিয়ে যেতে হবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে।

তিনি আরো বলেন - তার পরিবার বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত। তার মা আতিয়া হক ছিলেন টাঙ্গাইল জেলা মহিলা দলের প্রতিষ্ঠাতা সভানেত্রী। মামা খন্দকার রফিকুল আলম ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক। বড় ভাই খন্দকার আতিকুজ্জামান টুটুল যুবদলের সহ-সভাপতি এবং খন্দকার বদরুজ্জামান টিকলু ছিলেন শহর বিএনপির নির্বাচিত সভাপতি।শৈশব, কৈশোর, যৌবন কেটেছে এই প্রিয় শহর টাঙ্গাইলে। রাজনৈতিক পরিবেশের নামে এখানে আধিপত্য, সন্ত্রাস, খুন, টেন্ডারবাজি এবং চাঁদাবাজির দুঃসহ অভিজ্ঞতা মানুষ পোহাচ্ছে। আমি সেই রাজনীতির বিপরীতে গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছি।

খন্দকার আহমেদুল হক সাতিল স্মৃতিচারণ করে বলেন- ১৯৯১ সালে ঢাকা কলেজে অধ্যয়নকালীন ছাত্রলীগের হাতে তিনি নির্মম হামলার শিকার হন। রাজনৈতিক জীবনে তিনি ১১ বার কারাবরণ করেছেন এবং ২০১৫ সালে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সময় গুম বা ক্রসফায়ারের উদ্দেশ্যে গ্রেপ্তার হয়েছিলেন বলে দাবি করেন। আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে তিনি ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত প্রবাসে নির্বাসিত জীবন যাপন করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি গত ফ্যাসিস্ট হাসিনা সরকারবিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী। প্রতিটি আন্দোলনে সামর্থ্যের সবটুকু দিয়ে দল ও দেশের জন্য কাজ করেছি। আশা করি, দল আমাকে যথাযথ মূল্যায়ন করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি জাফর আহমেদ, ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান টুটুল, কামরুজ্জামান কবির, বিএনপি নেতা সামসুজ্জামান জামান রন্টু, এনামুল হক সাহিন, বাবুল সরকার, শ্রমিক দলের সিনিয়র সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মাসুদ, জাহাঙ্গীর, মুখলেছুর রহমান বাদল, হাবিবুর রহমান হাবু, মিজানুর রহমান সাজু সহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে সংবাদ সম্মেলন শেষে খন্দকার আহমেদুল হক সাতিল ও তার সমর্থকদের নিয়ে প্রেসক্লাব থেকে নিরালা মোড় পর্যন্ত এক আনন্দ শোভাযাত্রা দিয়ে শেষ করেন।

এদিনের সংবাদ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বক্তারা খন্দকার আহমেদুল হক সাতিলের মনোনয়ন প্রার্থিতা ঘোষণাকে আগামী নির্বাচনে বিএনপির শক্তিশালী অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বৈরাচারী ব্যবস্থা যেন ফিরে না আসে: বদিউল আলম
স্বৈরাচারী ব্যবস্থা যেন ফিরে না আসে: বদিউল আলম
পাথর মেরে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ঝালকাঠি জেলা জুড়ে বিক্ষোভ
পাথর মেরে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ঝালকাঠি জেলা জুড়ে বিক্ষোভ
বাঁশখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের কমিটি অনুমোদিত
বাঁশখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের কমিটি অনুমোদিত