• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৩৫ শতাংশ শুল্ক আরোপ: ড. ইউনূসকে স্পষ্ট চিঠি ট্রাম্পের

   ৮ জুলাই ২০২৫, ০৯:৫৩ এ.এম.

শেয়ার করুন

ড. ইউনূস ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের তৈরি পোশাকসহ রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়ে কড়া বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশের সব ধরনের রপ্তানি পণ্যের ওপর ৩৫ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর হবে। এ নিয়ে সোমবার (৭ জুলাই) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প।

চিঠিতে ট্রাম্প লিখেছেন, ‘প্রিয় ড. ইউনূস, এই চিঠি পাঠানো আমার জন্য একটি সম্মানের বিষয়। আমাদের মধ্যে বিদ্যমান বাণিজ্য সম্পর্কের শক্তি ও অঙ্গীকার থাকা সত্ত্বেও, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে এমন একটি সম্পর্ক গড়ে তুলতে চায় যা আরও ভারসাম্যপূর্ণ ও ন্যায্য।’

ট্রাম্প আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বিপুল পরিমাণ পণ্য রপ্তানির ফলে যে দীর্ঘমেয়াদি ও স্থায়ী বাণিজ্য ঘাটতি সৃষ্টি হয়েছে, তা কাটিয়ে উঠতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ‘আমরা চাই আপনি বিশ্বের এক নম্বর বাজার যুক্তরাষ্ট্রের অসাধারণ অর্থনীতিতে অংশ নিন,’ বলেন তিনি।

চিঠিতে ট্রাম্প স্পষ্ট করে বলেন, ‘২০২৫ সালের ১ আগস্ট থেকে বাংলাদেশ থেকে আমদানি করা যেকোনো পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই হার উচ্চ হলেও এটি আমাদের বিপুল বাণিজ্য ঘাটতির তুলনায় অনেক কম। আপনারা যদি যুক্তরাষ্ট্রের ভেতরেই পণ্য উৎপাদন করেন, তবে কোনো শুল্ক আরোপ করা হবে না।’

এ ছাড়া, ট্রাম্প তার চিঠিতে হুঁশিয়ারি উচ্চারণ করে লিখেছেন, ‘যদি আপনার দেশ পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করে, তাহলে সেই হার ৩৫ শতাংশের সঙ্গে যোগ করে আমরা শুল্ক বৃদ্ধি করব। আমাদের বিশ্বাস, এসব শুল্ক এবং নীতি সংশোধন ছাড়া মার্কিন অর্থনীতি ও জাতীয় নিরাপত্তা বড় হুমকির মুখে পড়বে।’

তবে তিনি ভবিষ্যৎ সহযোগিতার ইঙ্গিতও দেন। চিঠিতে ট্রাম্প লিখেছেন, ‘আপনি যদি যুক্তরাষ্ট্রে পূর্বে বন্ধ থাকা আপনার ট্রেডিং মার্কেটগুলো আবার চালু করেন এবং বাংলাদেশের শুল্ক ও অ-শুল্ক বাধাগুলো তুলে দেন, তাহলে এই চিঠিতে উল্লিখিত শুল্কের বিষয়ে আমরা পুনর্বিবেচনা করতে পারি। আপনার দেশের সঙ্গে আমাদের সম্পর্কের ভিত্তিতেই এ সিদ্ধান্তের ভবিষ্যৎ নির্ধারিত হবে।’

রাশিয়ার সঙ্গে বাণিজ্যে ভারতের ওপর ৫০০% শুল্ক বসাতে পারেন ট্রাম্পরাশিয়ার সঙ্গে বাণিজ্যে ভারতের ওপর ৫০০% শুল্ক বসাতে পারেন ট্রাম্প
এর আগে গত এপ্রিল মাসে ট্রাম্প বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেন, যা কার্যকর হয়েছিল ৯ এপ্রিল থেকে। তবে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা দেখা দিলে তিনি সেই শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করেছিলেন। সেই স্থগিতাদেশের মেয়াদ শেষ হচ্ছে ৯ জুলাই। তার আগেই আবারও নতুন করে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করলেন তিনি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোহাগ হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে
সোহাগ হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে
অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নেই: র‍্যাব মহাপরিচালক
অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নেই: র‍্যাব মহাপরিচালক
বন্যা দুর্গত এলাকায় স্থায়ী ব্যবস্থা নেওয়ার ঘোষণা ত্রাণ উপদেষ্টার
বন্যা দুর্গত এলাকায় স্থায়ী ব্যবস্থা নেওয়ার ঘোষণা ত্রাণ উপদেষ্টার