• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
শরীয়তপুরের নতুন ডিসি তাহসিনা বেগম ! মিয়ানমারে তুমুল সংঘর্ষ, ভারতে পালাচ্ছেন হাজার হাজার বাসিন্দা নির্বাচনী ব্যয়সীমা ৪০ লাখ টাকা চায় এনডিএম জাতীয় পার্টির নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার খুঁটিনাটি: প্রস্তুতি, পরিকল্পনা ও অভিজ্ঞতা কমিশনের প্রস্তাবকে অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল শেখ হাসিনা চলে গেছে কিন্তু দোসররা রয়ে গেছে : মির্জা আব্বাস সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে রক্ত দিয়েছি : ফারুক সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যমুনার সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা, পুলিশের বাধা

সংরক্ষিত নারী আসনের দরকার নেই: পাপিয়া

   ৭ জুলাই ২০২৫, ০৩:৩৫ পি.এম.
সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সংরক্ষিত নারী আসনের বিরোধিতা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেছেন, ‘আমি সংরক্ষিত আসনে নারীদের নির্বাচন চাই না।’ তিনি সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীদের সংসদে আসার পক্ষে মত দিয়েছেন। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন টক শো অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরপিও (গণপ্রতিনিধিত্ব আইন) পরিবর্তন করে ৩৫০ আসনের মধ্যে দলের অবস্থান অনুযায়ী নারীদের জন্য একটা অংশ নির্ধারণ করে নির্বাচন দেওয়ার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, ‘তাদের সরাসরি নির্বাচনে নমিনেশন দিয়ে দিন। তারা সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসুক। এখানে পিআর-এর দরকার নেই। সংরক্ষিত নারী আসনের জন্য নির্বাচনের দরকার নেই।

সংরক্ষিত মহিলা আসনেরও দরকার নেই।’ সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে পুরুষদের আইন করা যথার্থ হবে না বলে মনে করেন তিনি। তিনি আরো উল্লেখ করেন, বর্তমানে ভোটারদের ৫২ শতাংশই নারী। অধিকাংশ পুরুষ মধ্যপ্রাচ্যে কর্মরত।

বিএনপির সংস্কার প্রস্তাবনায় সংরক্ষিত নারী আসনের বিষয়টি অন্তর্ভুক্ত আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটি আমাদের সংস্কার প্রস্তাবনায় আসছে কি না আমরা এখনো জানি না। বুধবার আমাদের মিটিং আছে। সেখানে আমাদের নারী নেতৃবৃন্দকে ডাকা হয়েছে। মিটিংয়ে গেলে আমি জানতে পারব।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনা চলে গেছে কিন্তু দোসররা রয়ে গেছে : মির্জা আব্বাস
শেখ হাসিনা চলে গেছে কিন্তু দোসররা রয়ে গেছে : মির্জা আব্বাস
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে রক্ত দিয়েছি : ফারুক
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে রক্ত দিয়েছি : ফারুক
জাতীয় নির্বাচন পেছানোর পক্ষে নয় জামায়াত: গোলাম পরওয়ার
জাতীয় নির্বাচন পেছানোর পক্ষে নয় জামায়াত: গোলাম পরওয়ার