• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

   ৬ জুলাই ২০২৫, ০৯:৩০ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের মা অধ্যাপক মাহমুদা বেগমের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৬ জুলাই) দুপুরে এক শোকবার্তায় তিনি বলেন, দৈনিক ‘আমার দেশ’ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মাতা রত্নগর্ভা অধ্যাপক মাহমুদা বেগম আজ ভোরে রাজধানীর মগবাজারস্থ বারাকাহ কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

তিনি বলেন, তার মৃত্যুতে মরহুমার পরিবার-পরিজন ও প্রতিবেশীদের মতো আমিও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। ধর্মপ্রাণ ও পরোপকারী মরহুমা মাহমুদা বেগম প্রতিবেশীদের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন। শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান। তিনি মেধা ও যোগ্যতা দিয়ে তার সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলেছিলেন, যারা স্ব স্ব পেশায় প্রতিষ্ঠিত। দোয়া করি- মহান রাব্বুল আলামিন যেন মরহুমা মাহমুদা বেগমকে জান্নাত নসিব এবং শোকাহত পরিবার-পরিজনদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

বিএনপি মহাসচিব শোকবার্তায় মাহমুদা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির নেই: সালাহউদ্দিন
প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির নেই: সালাহউদ্দিন
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপত্তি নেই জামায়াতের: নায়েবে আমির
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপত্তি নেই জামায়াতের: নায়েবে আমির
‘সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি’র আত্মপ্রকাশ
‘সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি’র আত্মপ্রকাশ