• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজাপুরে লটারির নামে জুয়া, মাইকিং করে চলছে টিকিট বিক্রি

   ৬ জুলাই ২০২৫, ০৭:১১ পি.এম.
মাইকিং করে চলছে টিকিট বিক্রি

ঝালকাঠি প্রতিনিধি 

পিরোজপুরের ‘শিল্প ও বাণিজ্য মেলা–২০২৫’-এর নামে ঝালকাঠির রাজাপুর উপজেলায় অবৈধভাবে লটারির টিকিট বিক্রি হচ্ছে। হাট-বাজার, স্কুল, কলেজ এমনকি হাসপাতাল সংলগ্ন এলাকাতেও চলছে এই কার্যক্রম। মাইকিং করে প্রচার চালিয়ে বলা হচ্ছে “প্রবেশ টিকিট কিনুন, পুরস্কার জিতুন।” তবে স্থানীয়দের অভিযোগ, এটি মূলত লটারির নামে জুয়ার টিকিট।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত উচ্চস্বরে মাইকিং করে টিকিট বিক্রি করছে একদল লোক। অন্তত ৫০টি স্থানে এসব টিকিট পাওয়া যাচ্ছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী ও শিশুরা সহজেই আকৃষ্ট হচ্ছে, যা সমাজে আর্থিক ও নৈতিক ক্ষয় তৈরি করছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, এটি কোনো মেলার অংশ নয়, একটি জুয়ার ফাঁদ। বিনা অনুমতিতে পিরোজপুরের এই টিকিট রাজাপুরে বিক্রি করা হচ্ছে। শিক্ষার্থীরা পকেট খরচের টাকা দিয়ে টিকিট কিনছে, আবার হারিয়ে মানসিকভাবে ক্ষতিগ্রস্তও হচ্ছে।

রাজাপুরের এক কলেজছাত্র বলেন, “বন্ধুরা বলেছিল ১০ টাকায় টিকিট কিনে বাইসাইকেল জিতেছে কেউ, আমিও কিনে দেখি কিছুই পাইনি। এখন বুঝি জিনিসটা জুয়া।”

এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ্র বলেন, “এই লটারির টিকিট রাজাপুরে বিক্রির কোনো অনুমতি নেই। কেউ বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের বক্তব্য কাগজে থাকলেও বাস্তবে মাঠপর্যায়ে প্রশাসনের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।
তারা দ্রুত এই অবৈধ লটারি বিক্রি ও জুয়ামূলক কার্যক্রম বন্ধে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় ৩ তরুণের অসহায় মানুষের সেবা করার প্রত্যয়
পাবনায় ৩ তরুণের অসহায় মানুষের সেবা করার প্রত্যয়
পবায় বাড়ছে কৃষি যন্ত্রপাতির ব্যবহার
পবায় বাড়ছে কৃষি যন্ত্রপাতির ব্যবহার
জনদুর্ভোগ ও যানজট নিরসন কল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জনদুর্ভোগ ও যানজট নিরসন কল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত