• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপি স্থানীয় সরকারকে শক্তিশালী করতে চায়: এমরান সালেহ প্রিন্স

   ৬ জুলাই ২০২৫, ০৫:০৯ পি.এম.
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : সংগৃহীত

ময়মনসিংহ প্রতিনিধি

বিএনপি স্থানীয় সরকারকে শক্তিশালী করতে চায় বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

শনিবার (৫ জুলাই) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিএনপি সমর্থিত ইউনিয়ন পরিষদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
 
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, স্থানীয় সরকার প্রতিনিধিরা তৃণমূল পর্যায়ে জনগণের নির্বাচিত প্রতিনিধি হওয়া সত্ত্বেও আওয়ামী আমলে তারা চরম নিগৃহীত ও অবজ্ঞার শিকার হয়েছেন। আওয়ামী দাপটে স্থানীয় সরকার কাজ করতে পারে নাই। সর্বত্র ছিলো দুর্নীতি, লুটপাট ও দলীয়করণ।

এ সময় হালুয়াঘাট পৌর শহরের অগ্রযাত্রা কনভেনশন হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলার ১২ ইউনিয়নের পুরুষ ও মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি স্থানীয় সরকারকে শক্তিশালী ও দলীয় প্রভাবমুক্ত রাখতে কাজ করবে। প্রত্যেক ওয়ার্ডের নির্বাচিত সদস্যরা যাতে নিজ নিজ এলাকায় জনগণের কল্যাণে কাজ করতে পরেন, এমন পরিবেশ সৃষ্টি করবে। 

তিনি বলেন, আওয়ামী নেতাকর্মীরা স্থানীয় সরকারকে কুক্ষিগত ও জবর দখল করে এসব প্রতিষ্ঠানকে দুর্নীতি ও লুটপাটের আখড়ায় পরিণত করেছিলেন। প্রশাসন সেখানে স্বাক্ষী গোপাল ছিলো। বিএনপি সেই পরিস্থিতির পরিবর্তন করতে চায়। জনগণের গণতন্ত্রের মূল ভিত্তি স্থানীয় সরকারকে অবজ্ঞা, অবহেলায় রাখলে জনগণের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। বিএনপি ইউপি সদস্যদের তাদের দায়িত্ব পালনের অধিকার ফিরিয়ে দেবে। 

এ সময় দুঃখ, বেদনা, কষ্ট ভুলে ইউপি সদস্যদের প্রতি দায়িত্ব পালনে মনোনিবেশ করার আহ্বান জানান তিনি। 

এ ছাড়াও তিনি আগামী সরকারের জন্য তারেক রহমানের ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড, বেকারভাতা, সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখাসহ জনকল্যাণমূলক কর্মসূচি তৃণমূলে জনগণের মধ্যে ছড়িয়ে দিতে ইউপি সদস্যদের প্রতি আহ্বান জানান।

হালুয়াঘাট উপজেলা ইউপি মেম্বার এসোসিয়েশনের সভাপতি সায়েদুল ইসলামের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহবায়ক আবদুল হাই, কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান, চেয়ারম্যান শফিকুর রহমান, চেয়ারম্যান ইউনূস খান, সাবেক চেয়ারম্যান মোনায়েম হোসেন খান এবং ইউপি সদস্যদের মধ্যে ভুবনকুড়া ইউনিয়নের আজিজুল হক, রাশিদা আক্তার, নেকবর আলী বক্তব্য রাখেন।

এ ছাড়াও বিকেলে তিনি একই স্থানে জাতীয়তাবাদী মহিলা দল হলুয়াঘাট উপজেলার ওয়ার্ড ভিত্তিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেন। সন্ধ্যায় ইমেক্স হোটেল মিলনায়তনে পৌর বিএনপির সদস্য নবায়ন ও নতুন প্রাথমিক সদস্য অন্তর্ভুক্তি কার্যক্রমের উদ্বোধন এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির এ কেন্দ্রীয় নেতা।

ভিওডি বাংলা/ডিআর

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোকবার্তা
মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোকবার্তা
প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির নেই: সালাহউদ্দিন
প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির নেই: সালাহউদ্দিন
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপত্তি নেই জামায়াতের: নায়েবে আমির
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপত্তি নেই জামায়াতের: নায়েবে আমির