কৃষকদল নেতার মাথা ফাটানো সেই নেতা বহিষ্কার


দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দিতে কৃষকদল নেতার মাথা ফাটানো সেই বিএনপি নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৫ জুলাই) দিবাগত রাতে উপজেলা বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম বলেন, মিজানুর রহমান প্রধানের লোকজন উপজেলা কৃষক দলের আহ্বায়ক আহমেদ হোসেন তালুকদারের ওপর হামলা চালানোসহ বেশ কিছু অভিযোগ উঠেছে। এজন্য শোকজ করেছিলাম।
দলীয় সূত্র জানায়, গত ৩ জুলাই দাউদকান্দি উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও গোয়ালমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমেদ হোসেন তালুকদারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মিজানুর রহমান প্রধানের নামে ইন্ধন, মদদ ও নির্দেশনার অভিযোগ উঠে। এরই পরিপ্রেক্ষিতে গত শুক্রবার ২৪ ঘণ্টার মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় উপজেলা বিএনপি।
তিনি জবাব দিলেও সেটা গ্রহণযোগ্য নয়। তাই তাকে বহিষ্কার করা হয়েছে।
তিনি বলেন, এই বহিষ্কারই প্রমাণ করে, কোন চাঁদাবাজ বা সন্ত্রাসের স্থান বিএনপিতে হবে না। বিএনপি কখনও কোন অন্যায়কারী বা সন্ত্রাসী কর্মকান্ডকে প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দিবে না।
ভিওডি বাংলা/ এমএইচ
‘বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে’
টাঙ্গাইল প্রতিনিধি
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আমাদের …

নরসিংদীতে কারখানায় হামলা
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশে নির্মাণাধীন সিমেন্ট কারখানায় হামলা, ভাঙচুর ও …

বগুড়ায় নিখোঁজ ছাত্রদল নেতা জয়পুরহাটে উদ্ধার
বগুড়া প্রতিনিধি
বগুড়ায় পরিবারের ওপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে …
