দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া


ভিওডি বাংলা ডেস্ক: আমেরিকার ক্যালিফোর্নিয়ায় চলতি বছরের সবচেয়ে বড় দাবানল ছড়িয়ে পড়েছে। দ্রুত ধাবমান এ দাবানল ৭০ হাজার ৮০০ একরের বেশি জায়গায় ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ক্যাল ফায়ার হিসেবে পরিচিত ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রটেকশন এ খবর জানিয়েছে বলে নিশ্চিত করেছে সিবিএস নিউজ। ‘মাদ্রে ফায়ার’ নামে পরিচিত এই দাবানলটি গত সপ্তাহের বুধবার শুরু হয় এবং এটি এ বছর ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় দাবানলে পরিণত হয়েছে।
ক্যাল ফায়ার জানিয়েছে, দাবানল নেভাতে ৬০০-এর বেশি কর্মী ও ৪০টি অগ্নিনির্বাপক ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। দুই শতাধিক মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং আগুনে অনেক বাড়িঘর হুমকির মুখে। এটি এমন সময় ঘটছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু বিপর্যয় মোকাবিলায় কাজ করা ফেডারেল সংস্থাগুলোতে বাজেট ও জনবল কমানোর ঘোষণা দিয়েছেন।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম শুক্রবার জানিয়েছেন, শুধু গত ২৪ ঘণ্টায় ১৫ স্থানে নতুন করে আগুন লাগার ঘটনা ঘটেছে। তিনি ট্রাম্পকে কটাক্ষ করে বলেন, ট্রাম্পকে এখনই জেগে উঠতে হবে এবং এসব গ্রামীণ অঞ্চলে ফেডারেল দমকল ও ভূমি ব্যবস্থাপনা টিমগুলোর জন্য অর্থ বরাদ্দ দিতে হবে।
তিনি আরো বলেন, ট্রাম্পের অযোগ্যতা এখন জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। গভর্নরের প্রেস অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, মাদ্রে ফায়ার এখনো জনবসতি থেকে দূরে একটি বিচ্ছিন্ন অঞ্চলে সীমাবদ্ধ রয়েছে, তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
উল্লেখ্য, গত জানুয়ারিতে লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে ৩০ জন নিহত হওয়ার পর থেকে ক্যালিফোর্নিয়া একাধিক বড় আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে সামনের গ্রীষ্মে আরো খারাপ পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে।
ভিওডি বাংলা/ এমপি
মৃত্যুর আগে পর্বতারোহীর হৃদয়বিদারক বার্তা
আন্তর্জাতিক ডেস্ক
দূর আকাশে ছায়া নামা শুরু করেছে, চারপাশে ঘন …

হোয়াইট হাউসে ‘বিগ বিউটিফুল বিল’ স্বাক্ষর করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এই উদযাপন ছিল বহু …

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ ইস্যুতে প্রশ্নবিদ্ধ বিবিসির সম্পাদনানীতি
আন্তর্জাতিক ডেস্ক
২০২৫ সালের ২৩ মার্চ লন্ডনে অনুষ্ঠিত ফিলিস্তিনপন্থি এক …
