কথার ফুলঝুরি ছড়িয়ে নির্বাচন পেছানোর যড়যন্ত্র চলছে : রিজভী


নিজস্ব প্রতিবেদক
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ‘নির্বাচনের পরিবেশ নেই’ দেয়া জামায়াত আমিরের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন। অনেকেই নির্বাচন নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন। কৌশলে নানা কথার ফুলঝুরি ছড়িয়ে নির্বাচন পেছানোর যড়যন্ত্র করছেন।
শনিবার (৫ জুলাই) বিকাল জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে মহানগর উত্তর বিএনপির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীর বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আপনাদের অতীত ইতিহাস আমরা জানি। নির্বাচনের পরিবেশ নেই এমন বক্তব্য দেয়ার উদ্দেশ্যটা কী? আমরা তো আপনাদের ঐতিহ্যের কথা জানি। আপনি হঠাৎ এত বড় পরিবেশবাদী হয়ে গেলেন? যুগযুগ ধরে মানুষের যে অধিকার এটা তো রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছে।
বিএনপির এই মুখপাত্র বলেন, আজকে আমাদের মাঝে চৌধুরী আলম নেই, ইলিয়াস আলী নেই, জাকির নেই, সুমন নেই। তাদের সবাইকে গুম করে নিরুদ্দেশ করা হয়েছে। এই ছিল শেখ হাসিনার আমলের ভয়াল পরিস্থিতি। মানুষ ভয়ে কথা বলতে পারতো না, মায়ের সামনে মেয়েকে, মেয়ের সামনে মাকে অপমান লাঞ্ছিত করা হতো। সেজন্য আমরা বলি সেই ফ্যাসিজমের পুনরাবৃত্তি যেন আবার না হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোরশেদ হাসান খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু প্রমুখ।
ভিওডি বাংলা/ এমএইচ
যাদের রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, তাঁদের ভুলে যেতে পারি না
নিজস্ব প্রতিবেদক
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর …

আওয়ামী স্বৈরাচার সারাদেশকে কারবালার প্রান্তরে পরিণত করেছিল- মির্জা ফখরুল
জ্যেষ্ঠ প্রতিবেদক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আশুরা …

সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারো নেই-গয়েশ্বর
জ্যেষ্ঠ প্রতিবেদক
সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারো নেই বলে হুশিয়ারি …
