• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

বালুয়াকান্দি ইউনিয়নের বিএনপি নেতার কলরেকর্ড ফাঁস

   ৫ জুলাই ২০২৫, ০১:৩৫ পি.এম.
বিএনপি নেতার কলরেকর্ড ফাঁস

গজারিয়া (মুন্সীগঞ্জ)  প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের কয়েকটি কলরেকর্ড ফাঁস হয়, যেখানে এই ঘটনায় তার জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার মধ্যে ইউনিয়ন  এদিকে কলরেকর্ডগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (৪ জুলাই) রাতে ফেসবুকে বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকে কয়েকটি কলরেকর্ড ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান নৌযান থেকে চাঁদা উত্তোলন এবং তার ভাগবাটোয়ারা নিয়ে জনৈক ব্যক্তির সঙ্গে কথা বলছেন। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির পরিচয় জানা না গেলেও একাধিক বিএনপি নেতাকর্মী নিশ্চিত করেছেন, এদের মধ্যে একজন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান।

বিষয়টি সম্পর্কে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিহিন উল্লাহ মিহিন বলেন, চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ থাকায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামানকে দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। অন্যথায় মনিরুজ্জামানের অপকর্মের দায় উপজেলা বিএনপিকে নিতে হবে।

ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাসুম প্রধান ইপু বলেন, তার বেশ কয়েকটি কলরেকর্ড আমাদের হস্তগত হয়েছে। এসব কলরেকর্ডে নদীতে নৌযানে চাঁদাবাজির ঘটনায় তার সংশ্লিষ্টতা প্রমাণিত হয়। তার ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আমি বিএনপি নেতাকর্মীদের অনুরোধ করছি।

বিষয়টি সম্পর্কে অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই কলরেকর্ডটি আমার নয়। এটি কার কলরেকর্ড সেটিও আমি জানি না। আমার প্রতিপক্ষের লোকজন এটি আমার বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে। তাদের ব্যাপারে আমি আইনি পদক্ষেপ গ্রহণ করবো।

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত রয়েছি। বিষয়টি আমি ঊর্ধ্বতন নেতাকর্মীকে জানিয়েছি। দ্রুতই বিষয়টি নিয়ে আমরা বসবো। যদি ঘটনার সত্যতা থাকে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুরোনো দুর্গ ফিরে পেতে মরিয়া বিএনপি
পুরোনো দুর্গ ফিরে পেতে মরিয়া বিএনপি
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ
কেন্দুয়া কলেজের ১১ শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদের অভিযোগ
কেন্দুয়া কলেজের ১১ শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদের অভিযোগ