জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি: কুষ্টিয়ায় সেই পুলিশ সদস্য বরখাস্ত


কুষ্টিয়া প্রতিনিধি
জুলাই বিপ্লব নিয়ে কটূক্তিমূলক ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে কুষ্টিয়ায় ফারজুল ইসলাম রনি নামে ট্রাফিক পুলিশের এক সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন।
এর আগে মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘জুলাই বিপ্লব’ নিয়ে অবমাননাকর পোস্ট দেন কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কনস্টেবল ফারজুল ইসলাম রনি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে ছাত্রসমাজ। তারা বিক্ষোভ মিছিল ও কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। ছাত্রদের দাবির মুখে অভিযুক্ত পুলিশ সদস্যকে দ্রুত পুলিশ লাইনে ক্লোজ করা হয় এবং তার ছুটি বাতিল করা হয়।
ওসি মোশাররফ হোসেন জানান, “ঘটনার প্রেক্ষিতে কনস্টেবল ফারজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে তাকে ক্লোজড করা হয় এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”
এদিকে ঘটনার পর থেকে কুষ্টিয়ায় উত্তেজনা বিরাজ করছে। ছাত্রসমাজ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অভিযুক্ত পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে এ ধরনের আচরণ রোধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
ভিওডি বাংলা/ডিআর
নাগরপুরে তাঁতীদলের বিক্ষোভ কর্মসূচী
টাঙ্গাইল প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ মিছিল …

বাঁশখালীতে সালাহউদ্দিনের বিরুদ্ধে কটাক্ষ করে বক্তব্য রাখার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বিএনপির বিরুদ্ধে প্রোপাকান্ড ছড়িয়ে জনতার ঐক্যে ফাটল …

নিষিদ্ধ চায়না রিং ও কারেন্ট জালে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
রাজশাহী ব্যুরো
রাজশাহীর চায়না দুয়ারী,রিং ও কারেন্ট জাল দিয়ে নির্বিচারে …
