• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মহিলা দলের নেত্রীকে নির্যাতন, বিএনপির সাধারণ সম্পাদক বহিষ্কার

   ৪ জুলাই ২০২৫, ১০:২৯ পি.এম.
বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম হাওলাদার

ভোলা প্রতিনিধি

ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন মহিলা দলের নেত্রীকে রশি দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম হাওলাদারকে বহিষ্কার করা হয়েছে। 

আজ শুক্রবার (৪ জুলাই) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইব্রাহীমের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের কর্মকাণ্ড দলের নীতি-আদর্শ ও সংহতি পরিপন্থী।

এ ধরনের কর্মকাণ্ডের জন্য তাকে দলের প্রাথমিক সদস্যসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হলো।
স্থানীয় সূত্র জানায়, গত ৪ জুন তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদ চত্বরে বিজিডির চাল নিয়ে বিএনপির মহিলা দলের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মালেকা বেগমকে জনসম্মুখে রশি দিয়ে হাত-পা বেঁধে মারধর করা হয়। প্রথমে আহত অবস্থায় তাকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ফেসবুকে নিন্দার ঝড় ওঠে।
তজুমদ্দিন উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘একজন নারী নেত্রীকে জনসম্মুক্ষে উলঙ্গ করে নির্যাতন মধ্যযুগীয় বর্বরতারকেও হার মানিয়েছে। দায়ীদের শাস্তি না হলে সমাজে নারীর নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হবে।’

তজুমদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর আসাদ রিন্টু জানান, বহিষ্কারের একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দেখেছেন।

এমনকি এ সংক্রান্ত বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাহেবের একটি ভিডিও তিনি শুনেছেন। সেখানে চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম হাওলাদারকে বহিষ্কারের কথা তিনি বলেছেন। বিষয়টি সত্যই হবে।

ভোলা জেলা বিএপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর জানান, তিনি বিষয়টি অবগত হয়েছেন। তবে কেন্দ্র থেকে এ সংক্রান্ত কোনো চিঠি এখনো তার কাছে এসে পৌঁছায়নি।

 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভালো নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার: ফাওজুল কবির
ভালো নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার: ফাওজুল কবির
বাঁশখালীতে শ্রমিক কল্যান ফেডারেশনের শিল্প বিষয়ক সম্পাদক এর কারামুক্তিতে সংবর্ধনা
বাঁশখালীতে শ্রমিক কল্যান ফেডারেশনের শিল্প বিষয়ক সম্পাদক এর কারামুক্তিতে সংবর্ধনা
মান্দায় মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
মান্দায় মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন