• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: আমীর খসরু

   ৩ জুলাই ২০২৫, ০৭:২৫ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি-সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় অস্ট্রেলিয়া। তিনি জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সহযোগিতা অব্যহত রাখবে দেশটি। ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৩ জুলাই)  বিকালে রাজধানীর গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেতৃত্ব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

বৈঠক শেষে আমির খসরু বলেন, শিক্ষা ও কৃষি নিয়ে আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়ার বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়ায় অনেক বাংলাদেশি থাকে। সেখানে দুই দেশের কিছু সমস্যা আছে, সেই বিষয় কিভাবে সমাধান করা যায় সেই বিষয়গুলো উঠে এসেছে আলোচনায়।

তিনি বলেন, স্বাভাবিকভাবেই বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনে প্রস্তুতির কথা আলোচনা হয়েছে। নির্বাচনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার একটা সহায়তা আছে এখানে। নির্বাচন কমিশনে বড় ধরনের একটা সহায়তা তারা সবসময় করে থাক। ইতিমধ্যে তারা সেটা করছে। একটা সুষ্ঠু নির্বাচন যাতে বাংলাদেশে হয়, এজন্য তাদের সহায়তা থাকবে।

বিএনপির এই নেতা বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনে বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনায় উঠে এসেছে বিগত ৩-৪টা নির্বাচন বাংলাদেশের মানুষ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা মনে করছে আগামী নির্বাচনে ভোটারের উপস্থিতি খুবই ভালো হবে। সকল শ্রেণী-পেশার মানুষ উচ্ছ্বাসের সঙ্গে ভোট দিতে যাবে।

সংস্কারের উদ্যোক্তা হচ্ছে বিএনপি। অনেক আগে থেকেই। বাংলাদেশের সব সময় সংস্কারের উদ্যোগটা নিয়েছে বিএনপি। সুতরাং এবার তাই হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনের আগে করতে হবে বিচার ও সংস্কার : হাসনাত আবদুল্লাহ
নির্বাচনের আগে করতে হবে বিচার ও সংস্কার : হাসনাত আবদুল্লাহ
শহীদের রক্তের বিনিময়ে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি: আজহার
শহীদের রক্তের বিনিময়ে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি: আজহার
আ’লীগের রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই- রিপন
আ’লীগের রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই- রিপন