তারেক রহমানই ছিলেন ‘জুলাই বিপ্লব’-এর মূল নেতৃত্বে: অধ্যাপক মোর্শেদ


নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই ২০২৪ সালের ‘জুলাই বিপ্লব’-এর মূল নেতৃত্বে ছিলেন বলে মন্তব্য করেছেন দলটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয় বর্ষপূর্তি পালন কমিটির সদস্য সচিব অধ্যাপক মোর্শেদ হাসান খান।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক মোর্শেদ বলেন, “যখন জাতি চরম হতাশা ও দিকভ্রান্তির মধ্যে ছিল, তখন প্রবাসে থেকেও তারেক রহমান আশার আলো দেখিয়েছেন। তাঁর কণ্ঠে আমরা শুনেছি স্বাধীনতা ও ঐক্যের আহ্বান। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন— নেতৃত্ব মানে দূরত্ব নয়, নেতৃত্ব মানে জনতার হৃদয় জয় করা।”
চব্বিশের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে ৩৬ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। এ উপলক্ষে মঙ্গলবার আয়োজিত ‘গণ-অভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের সম্মাননায় এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বক্তব্যের শুরুতে অধ্যাপক মোর্শেদ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, “তারেক রহমানের প্রতিটি সিদ্ধান্ত ও ভাষণ আমাদের শক্তি জুগিয়েছে। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে তিনি তাৎক্ষণিক ও কার্যকর উদ্যোগ নিয়েছেন। তিনি কেবল বিএনপির নেতা নন, তিনি গণমানুষের আস্থা এবং তরুণ প্রজন্মের অনুপ্রেরণা।”
তার নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখা যাচ্ছে— যেখানে থাকবে না দুঃশাসন ও অন্যায়, থাকবে ন্যায়বিচার, স্বাধীনতা ও গণতন্ত্র, বলেন তিনি।
অধ্যাপক মোর্শেদ স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ হওয়া বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষদের স্মরণ করে বলেন, “শেখ হাসিনার দমননীতির বিরুদ্ধে রাজপথে দাঁড়াতে গিয়ে বহু মানুষ জীবন দিয়েছেন। গত ১৬ বছরে অসংখ্য নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন। এমনকি বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাবন্দি রাখা হয়েছিল। তবে তিনি কখনো আপোষ করেননি। জুলাই বিপ্লবের পর তাঁর নিঃশর্ত মুক্তি আমাদের নতুন করে অনুপ্রাণিত করেছে। আজ আমরা তাঁর নির্দেশনায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে দৃঢ়প্রতিজ্ঞ।”
তিনি আরও বলেন, “জুলাই বিপ্লব আমাদের শেখায়— গণতন্ত্র কারও দয়ায় আসে না, তা অর্জন করতে হয় সংগ্রাম, ত্যাগ ও ঐক্যের মাধ্যমে। গত ১৬ বছর ধরে আমরা সে সংগ্রামে আছি। আজও আছি এবং থাকব। বিজয় অনিবার্য। আমরা ফ্যাসিস্ট সরকারের আমলে গুম ও নিহতদের পূর্ণাঙ্গ তালিকা, বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতি চাই। শহীদ পরিবারগুলোর সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যতের নিশ্চয়তা চাই।”
বক্তব্যের শেষাংশে তিনি বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং বলেন, “বাংলাদেশের কোটি কোটি মানুষ আজ অধীর অপেক্ষায় আছে— ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের জন্য।”
ভিওডি বাংলা/ডিআর
হতাহত পরিবারের পাশে থাকার আহ্বান খালেদা জিয়া ও তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ …

উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে গেলেন রিজভী
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ …

সরকারের ঘাড়ে বন্দুক রেখে ফায়াদা লোটারাই নির্বাচন চায় না: তারেক রহমান
জ্যেষ্ঠ প্রতিবেদক
সংখ্যানুপাতিক ভোটের দাবি ‘দেশে বিচ্ছিন্নতাবাদ-ফ্যাসিবাদ-চরমপন্থার বিকাশের পথ সুগম …
