• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পিআর পদ্ধতি বিএনপি মেনে নেবে না: এ্যানী

   ৩০ জুন ২০২৫, ০৩:২৪ পি.এম.
বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি বিএনপি মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। 

সোমবার (৩০ জুন) দুপুরে কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ‘একটি দল সুকৌশলে বিএনপিকে রাজনৈতিকভাবে আক্রমণ করে চলেছে। কিন্তু ধমক দিয়ে নির্বাচন ব্যাহত করা যাবে না।’

তিনি অভিযোগ করেন, নির্বাচন নিয়ে চলছে নানামুখী ষড়যন্ত্র। ১১ মাসেও নির্বাচন না হওয়াকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, ‘হঠাৎ করেই পিএস-এপিএসরা কয়েক শ কোটি টাকার মালিক হয়ে গেছেন।’

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব : হাসনাত
ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব : হাসনাত
নির্বাচন বিরোধীরা রাজনীতির মাঠ থেকে মাইনাস হয়ে যাবে: সালাহউদ্দিন
নির্বাচন বিরোধীরা রাজনীতির মাঠ থেকে মাইনাস হয়ে যাবে: সালাহউদ্দিন
দলীয় প্রার্থী বাছাইয়ে মনোযোগ বিএনপির
দলীয় প্রার্থী বাছাইয়ে মনোযোগ বিএনপির