মানিকগঞ্জে বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম শুরু


মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্য নবায়ন কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (২১ জুন) বিকালে চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এর আগে, সকালে জেলা বিএনপির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভাটি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য এস. এ. জিন্নাহ কবীরের সঞ্চালনায় মুন্নু ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আজাদ হোসেন খান, অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, সত্যেনকান্ত পন্ডিত ভজন, গোলাম আবেদীন কায়সার, অ্যাডভোকেট আ তা ম জহীর আলম খান লোদী, অ্যাডভোকেট মোকসেদুর রহমান, গোলাম কিবরিয়া সাইদ, আব্দুস সালাম ও গাজী হাবিব হাসান রিন্টুসহ আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন আফরোজা খানম রিতা। তিনি বলেন, “বিগত সময়ে যারা দলের জন্য কাজ করেছেন, সেই পরীক্ষিত নেতাকর্মীদের কমিটিতে অগ্রাধিকার দিতে হবে। দলের বিভিন্ন অঙ্গসংগঠনের কমিটিতেও ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের রাখতে হবে।”
ভিওডি বাংলা/ডিআর
দোকান মালিককে হত্যার ঘটনায় বিএনপির ৫ জন বহিষ্কার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নামের …

কুমিল্লায় আসিফ ও কায়কোবাদ অনুসারীদের সংঘর্ষ, আহত ৬৫
কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা …

আ’ লীগ আমলে পাশের দেশের ব্যক্তিদের সঙ্গে গোপন চুক্তি হয়েছে- সি আর আবরার
আওয়ামী লীগ আমলে বিশেষ একটি দেশের প্রতিনিধিরা এসে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ …
