• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ছাত্র সংগঠনগুলোর মধ্যে আরও গভীর সম্পর্ক থাকা উচিত: নাছির

   ২২ জুন ২০২৫, ০৫:৫৯ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

গণ-অভ্যুত্থান শক্তির ছাত্র সংগঠনগুলোর মধ্যে আরও গভীর সম্পর্ক থাকা উচিত, পাশাপাশি ছাত্রসংগঠনগুলোর সঙ্গে সরকারের আরও সম্পর্ক বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

রোববার (২২ জুন) সকাল সাড়ে ১০টায় ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) তারুণ্যের রাষ্ট্র চিন্তা প্ল্যাটফর্মে আয়োজিত শিক্ষা ও শিক্ষাঙ্গন শিরোনামের সংলাপে প্রথম পর্বের প্রশ্নোত্তর পর্বে এ মন্তব্য করেন তিনি।

শিক্ষা ও শিক্ষাঙ্গন শিরোনামের এই সংলাপের আয়োজন করে অর্পণ আলোক সংঘ।

নাছির উদ্দীন নাছির বলেন, ছাত্রলীগের দ্বারা যে অপরাজনীতি ক্যাম্পাসগুলোতে হয়েছিল, তা ৫ আগস্টের পর বন্ধ হয়েছে ও স্বাভাবিক রাজনীতি ফিরে এসেছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক ছাত্রলীগের বিচার শুরু করা উচিত, তা এখনো দৃশ্যমান হয়নি। ছাত্রলীগের বিচার নিশ্চিত না করা হলে আবারও তারা অপকর্ম শুরু করতে পারে।

এসময় সংলাপে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, বিএনপির মিডিয়া সেলের আহবায়ক মওদুদ আলমগীর পাভেল, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বান্দরবানে এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা
বান্দরবানে এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা
জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না : গয়েশ্বর
জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না : গয়েশ্বর
ষড়যন্ত্রকারীরা নির্বাচন ঠেকাতে পারবে না: দুদু
ষড়যন্ত্রকারীরা নির্বাচন ঠেকাতে পারবে না: দুদু