জামায়াত নেতার ইটভাটায় হামলা, ভাঙচুর-লুটপাট


বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে রেজাউল করিম বাবলু নামের এক জামায়াত নেতার ইটভাটায় হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় ভাটার ব্যবস্থাপক ও তিন কর্মচারীকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় শনিবার (২১ জুন) সকালে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের গাঁড়ই গ্রামে আর কে বি নামে একটি ইটভাটা গড়ে তোলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির রেজাউল করিম বাবলু।
প্রায় এক যুগ ধরে পরিচালনা করে আসছেন তিনি। তুচ্ছ ঘটনার জেরে গত বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ইটভাটার কর্মচারীদের মারধর এবং ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
জামায়াত নেতা বাবলু বলেন, ‘আমার ইটভাটার সামনে দিয়ে একটি গ্রামীণ সড়ক রয়েছে। বিগত কয়েক দিনের টানা বৃষ্টিতে সড়কটি কাদাযুক্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
জনসাধারণের চলাচলের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে সড়কটিতে ইট বিছিয়ে দিচ্ছিলাম। কিন্তু স্থানীয় সন্ত্রাসী সোহেল রানা কোনো কারণ ছাড়াই ইট বিছানোর কাজে বাধা দেন। এমনকি ভাটা মালিকসহ কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এ সময় ভাটার ব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেন, তার ছেলে কাওছার আলী ও ভাটার সহকারী ব্যবস্থাপক আশরাফ আলী প্রতিবাদ করেন।
এতে ক্ষিপ্ত হয়ে সোহেল রানার নেতৃত্বে আট থেকে নয়জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করেন। সেইসঙ্গে বেধড়ক পিটিয়ে তাদের রক্তাক্ত করেন। একপর্যায়ে আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।’
ভাটার মালিক জামায়াত নেতা রেজাউল করিম বাবলুর অভিযোগ, সন্ত্রাসীরা যাওয়ার সময় ইটভাটার বিপণন কেন্দ্রে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। পাশাপাশি ক্যাশ বাক্সে রক্ষিত নগদ চার লাখ টাকাও লুট করে নিয়ে যান।
এ বিষয়ে অভিযুক্ত সোহেল রানার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছেন।
ভিওডি বাংলা/এমএইচ
আগামীকাল মোঃ ইসমাইল হোসেন এর ১১ম মৃত্যুবার্ষিকী
গাজীপুর জেলার শ্রীপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসমাইল হোসেন এর ১১ম …

করিমগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩২
কিশোরগঞ্জের করিমগঞ্জে চলন্ত মোটরসাইকেলের চাকা থেকে শরীরে কাঁদা ছিটে যাওয়াকে …

ফ্রেন্ডশিপ সোসাইটি বাঁশখালী পৌরসভার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
চট্টগ্রামের বাঁশখালীতে ফ্রেন্ডশিপ সোসাইটি পৌরসভার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
…